আর্কাইভ
লগইন
হোম
বেঞ্জামিন নেতানিয়াহু
গাজা মানবশুন্য করে ‘মানবিক শহর’ গড়ে তোলার ঘোষণা ইসরাইলের
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের উপর তৈরি এক ‘মানবিক শহর’-এ স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার (০৭ জুলাই) ইসরাইলি গণমাধ্যমে এ খবর জানানো হয়। আজ বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। কাটজ জানান, প্রথম পর্যায়ে আল-মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ঐ শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার ২১ লাখ জনগণকেই সেখানে স্থানান্তর করা হবে।
2025-07-09
নতুন প্রস্তাবনা: গাজায় যুদ্ধবিরতি নিয়ে
নতুন প্রস্তাবনা: গাজায় যুদ্ধবিরতি নিয়ে
2025-04-22
গাজায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার ও মিসরের মধ্যস্থতাকারীরা। বিবিসিকে এমনটি জানান ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা। ঐ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, প্রস্তাবনায় ৫ থেকে ৭ বছরের জন্য যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক অবসান এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। যুদ্ধবিরতির আলোচনার জন্য হামাসের জ্যেষ্ঠ সদস্যদের একটি প্রতিনিধিদলের কায়রো পৌঁছানোর কথা রয়েছে।