আর্কাইভ
লগইন
হোম
বেঞ্জামিন নেতানিয়াহু
ইসরাইলি হামলায় ‍গাজায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪২ জন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় আরও জানায়, গতকাল শুক্রবারের হামলায় হতাহতের ঘটনার পর প্রায় দুইবছর ধরে চালানো ইসরাইলি অভিযানে মোট নিহতের সংখ্যা ৬৫,৫৪৯ জনে এবং আহতের সংখ্যা ১,৬৭,৫১৮ জনে পৌঁছেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ধ্বংসস্তূপের নিচে অনেকের মরদেহ চাপা পড়েছে এবং প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের অভাবে তাদের উদ্ধার করা যাচ্ছে না।’ এছাড়াও গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ত্রাণ নিতে গিয়ে ৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
2025-09-27
সিরিয়ার রাজধানী দামেস্কে আবার ইসরাইলি হামলা, নিহত ৬ সিরীয় সেনা
সিরিয়ার রাজধানী দামেস্কে আবার ইসরাইলি হামলা, নিহত ৬ সিরীয় সেনা
2025-08-27
ইসরাইলি হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে ৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) ভোরে দামেস্কের নিকটবর্তী আল কিশওয়াহ এলাকায় সিরীয় সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে ড্রোন ছোড়ে ইসরাইলি সেনাবাহিনী। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল আখবারিয়ার বরাত দিয়ে এই তথ্য জানায় আলজাজিরা। গতবছর ডিসেম্বরে বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়াজুড়ে দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। পাশাপাশি ১৯৭৪ সালে হওয়া সিরিয়া-ইসরাইল বিচ্ছিন্নতা চুক্তি লঙ্ঘন করে গোলান মালভূমির বাফার জোনও দখল করে নিয়েছে ইসরাইল।