আর্কাইভ
লগইন
হোম
গাজায় বোমাহামলা চলছেই, নিহত আরও ৬০
গাজায় বোমাহামলা চলছেই, নিহত আরও ৬০
দ্য নিউজ ডেস্ক
April 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২, যুদ্ধবিরতিকালেই প্রাণ হারালো ১৮৬ জন
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২, যুদ্ধবিরতিকালেই প্রাণ হারালো ১৮৬ জন
2 ঘন্টা আগে
গতকাল বুধবার (১৬ এপ্রিল) লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক ইসরায়েলি হামলায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি রয়েছে, তা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা হিজবুল্লাহর এক সদস্যকে হত্যা করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওয়াদি আল-হুজাইরে একটি যানবাহনে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। এই এলাকা সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, হানিনে এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, দুই শর্তে হামাসের আপত্তি
ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব, দুই শর্তে হামাসের আপত্তি
2 দিন আগে
হামাসের কাছে মিশর ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে বলে জানান, মিশরের রাষ্ট্রীয়ঘনিষ্ঠ টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ। তবে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা জান, এই প্রস্তাবে অন্তত দুটি গুরুত্বপূর্ণ বিষয় এমন রয়েছে যা দলটির জন্য পুরোপুরি অগ্রহণযোগ্য। আল কাহেরা সূত্র জানায়, মধ্যস্থতাকারীরা এখন হামাসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। পরে এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে এবং যথাশীঘ্র সম্ভব তাদের প্রতিক্রিয়া জানাবে। হামাস আবারও তাদের মূল দাবি তুলে ধরে বলেছে, একটি যুদ্ধবিরতি চুক্তির শর্ত হওয়া উচিত গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান।
ইসরায়েলি হামলায় গাজায় ৬ ভাইসহ ৩৭ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় গাজায় ৬ ভাইসহ ৩৭ ফিলিস্তিনি নিহত
2 দিন আগে
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের ৬ ভাই। রাতভর হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়াদের উদ্ধারে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। আজ সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১১ জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০,৯৫০ জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে ১,১৬,১৫৬ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ৬ ভাইও রয়েছেন; যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন।