আর্কাইভ
লগইন
হোম
ইউনূস-মোদি বৈঠক: শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ
ইউনূস-মোদি বৈঠক: শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ
দ্য নিউজ ডেস্ক
April 04, 2025
শেয়ার
ইউনূস-মোদি বৈঠক: শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ
মন্তব্য

কোন মন্তব্য নেই।

সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘এক মাসে ১৫০০ পুশইন করেছে ভারত’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
‘এক মাসে ১৫০০ পুশইন করেছে ভারত’ : স্বরাষ্ট্র উপদেষ্টা
23 ঘন্টা আগে
ভারত থেকে গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে এখন এই সংখ্যা কিছুটা কমেছে বলেও জানান তিনি। আজ শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’
মারা গেলেন মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা
মারা গেলেন মাইলস্টোন স্কুলের আয়া মাসুমা
1 দিন আগে
উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হ্ওয়ার ঘটনায় দগ্ধ মাসুমা (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ঐ স্কুলের আয়ার কাজ করতেন। আজ শনিবার (২৬ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আয়া মাসুমার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। ক্রিটিকাল অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতে নিহত ৩২
কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্ত সংঘাতে নিহত ৩২
1 দিন আগে
থাইল্যান্ডের সাথে চলমান সীমান্ত বিরোধের ফলে আরও ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কম্বোডিয়ার কর্মকর্তারা, যার ফলে উভয় পক্ষের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই প্রতিবেশী দেশ দুইটির মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোচিয়াটা সাংবাদিকদের বলেন, ৭ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। এর পূর্বে, গত বৃহস্পতিবার (২৪ জুলাই) থাই রকেট হামলায় একটি বৌদ্ধ প্যাগোডায় আশ্রয় নেওয়া আরও একজন কম্বোডিয়ান নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। মুখপাত্র আরও জানান, কমপক্ষে ৫০ জন বেসামরিক নাগরিক এবং ২০ জনেরও বেশি সেনা আহত হয়েছেন। থাইল্যান্ডের পক্ষ থেকে গত দুই দিনের সংঘাতে ১৩ জন বেসামরিক নাগরিক (যার মধ্যে শিশুও রয়েছে) এবং ৬ জন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া কম্বোডিয়ার হামলায় ২৯ জন থাই সেনা এবং ৩০ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।