আর্কাইভ
লগইন
হোম
যুক্তরাষ্ট্রে মিশিগানের ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১
যুক্তরাষ্ট্রে মিশিগানের ওয়ালমার্টে ছুরিকাঘাত, আহত ১১
দ্য নিউজ ডেস্ক
July 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশীয় সংগীতশিল্পীরা কেন বিদেশমুখী হচ্ছেন?
দেশীয় সংগীতশিল্পীরা কেন বিদেশমুখী হচ্ছেন?
2 ঘন্টা আগে
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। বছরের পুরো সময়ই তিনি দেশ-বিদেশে শো নিয়ে ব্যস্ত সময় কাটান। সাম্প্রতিক সময়ে তিনি দেশের থেকে বিদেশেই বেশি শো করছেন। সেই ধারাবাহিকতায় বর্তমানে দল নিয়ে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্র সফরে। এরইমধ্যে শো করেছেন লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ দেশটির বিভিন্ন শহরে। দলটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনেও গান গাওয়ার কথা রয়েছে এ ব্যান্ড তারকার। এদিন জেমসের সঙ্গে একই মঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান।
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
ইসরায়েলের ঘোষণা : গাজার কিছু অংশে ‘সাময়িক যুদ্ধবিরতি’
3 ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকার কিছু এলাকায় সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ করে দিতে আজ রোববার (২৭ জুলাই)কে প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ ‘কৌশলগত বিরতি’ কার্যকর থাকবে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। এই বিরতি কার্যকর হবে গাজার যেসব এলাকায় আইডিএফ বর্তমানে সক্রিয় নয়, বিশেষ করে আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটির নির্দিষ্ট কিছু অংশে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনই এই বিরতি চলবে। আইডিএফ বলছে, এই সিদ্ধান্ত জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট ‘নিরাপদ পথ’ খোলা থাকবে, যেন জাতিসংঘ ও অন্যান্য সংস্থা খাদ্য ও ওষুধ গাজায় পৌঁছে দিতে পারে।
যুক্তরাষ্ট্রে শাকিব-শেহজাদ একসঙ্গে সময় কাটাবেন, বুবলীও থাকবেন
যুক্তরাষ্ট্রে শাকিব-শেহজাদ একসঙ্গে সময় কাটাবেন, বুবলীও থাকবেন
22 ঘন্টা আগে
গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হচ্ছে। ছবির প্রচার ও নতুন প্রজেক্টের প্রস্তুতির পাশাপাশি কিছু ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। সম্প্রতি একাধিক নতুন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এরপর গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ঢালিউড মেগাস্টার। এর সপ্তাহ দুই পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সন্তানের বাবার কাছে উড়াল দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্রে রওনা হন তারা। শোনা যাচ্ছে, কয়েক সপ্তাহ সেখানেই অবস্থান করবেন বুবলী ও তার সন্তান। জানা গেছে, প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজ সেরে নিতে চান বুবলী- তাই এই সফর।