আর্কাইভ
লগইন
হোম
ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন, নিহত ২০
ভারতের রাজস্থানে চলন্ত বাসে আগুন, নিহত ২০
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ যাত্রী নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ যাত্রী নিহত
14 ঘন্টা আগে
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও অটোরিকশার যাত্রী দেওহাটা গ্রামের আব্দুল হামিদ (৬০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ পার হয়ে যাওয়ার সময় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
টাঙ্গাইলের বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
1 দিন আগে
টাঙ্গাইলের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল রোববার (০২ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে আন্ডারপাসের নিচে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঘারিন্দা আন্ডারপাস পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকরা দুইজনকেই ঢাকায় রেফার্ড করেন। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তারা দুইজনই মারা যান। নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আকুয়া এলাকার সাহেব আলী এবং ভুক্তা এলাকার আব্দুল্লাহ। এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ তাদের পরিবারের লোকজন নিয়ে গেছে।
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
সড়ক দুর্ঘটনায় ভারতের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক নিহত
2 দিন আগে
ভারতের ত্রিপুরা রাজ্যের ক্রিকেট অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। রাজ্যের প্রাক্তন রঞ্জি ট্রফি খেলোয়াড় এবং ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অলরাউন্ডার রাজেশ বানিক এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত শুক্রবার (৩১ অক্টোবর) পশ্চিম ত্রিপুরার আনন্দনগরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। ১৯৮৪ সালের ১২ ডিসেম্বর আগরতলায় জন্মগ্রহণ করা রাজেশ বানিক ২০০২-০৩ মৌসুমে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক করেন। একাধারে তিনি ছিলেন ডানহাতি ব্যাটার এবং লেগ-ব্রেক বোলার। বর্ণাঢ্য কেরিয়ারে তিনি ৪২টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১,৪৬৯ রান করেন, যার মধ্যে ৬টি অর্ধশতক ও সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস রয়েছে।
হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ ইসলাম
হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ ইসলাম
2 দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, তাদের এই অবস্থান পরিবর্তন না করলে, বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে।  চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলেও সমস্যা নেই।