আর্কাইভ
লগইন
হোম
আগুন
টঙ্গীর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, আহত ৫
গাজীপুর জেলার টঙ্গীর বিসিক এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় ফায়ার সার্ভিসের চারজন আহত ও দগ্ধ হয়েছেন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। টঙ্গী সাহারা মার্কেট সেমিপাকা একটি টিনসেড কেমিক্যালের গোডাউনের অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায় বিকেল সাড়ে ৩টার দিকে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট আগুন নির্বাপনের কাজ করার সময় তারা আহত হয়। আহতরা হলেন- ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও অফিসার জান্নাতুল নাঈম (অফিসার)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে এদিন বিকেল ৪টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
2025-09-22