আর্কাইভ
লগইন
হোম
বাস
গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
2025-09-27
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
2025-07-24
পদ্মা সেতুর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে বাস, কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার মাসুদ বিশ্বাস (৫৫) ও ফিরোজা বেগম (২৮)। নিহতরা মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতানে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে পদ্মা রেলস্টেশন সংলগ্ন এক্সপ্রেসওয়ের কুতুবপুর সীমানা নামক স্থানে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ধাক্কায় আহত ৮
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ বাসের ধাক্কায় আহত ৮
2025-07-06
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার পাঁচ্চরে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৮ জন। আজ রোববার (০৬ জুলাই) সকাল ১০টার দিকে শিবচরের পাঁচ্চর গোলচত্বর সংলগ্ন এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে স্টার পরিবহনের যাত্রীবাহী একটি বাস। শিবচর উপজেলার পাঁচ্চর গোলচত্বরে এসে বাসটি ইতালী এক্সপ্রেস নামে যাত্রীবাহী অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় স্টার পরিবহনের সামনের অংশ ও ইতালী এক্সপ্রেসের পেছনের অংশ। আহত হয় বাসের অন্তত ৮ জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। তবে গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।