আর্কাইভ
লগইন
হোম
নতুন নিরাপত্তা ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ, কী কী আছে এতে?
নতুন নিরাপত্তা ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ, কী কী আছে এতে?
দ্য নিউজ ডেস্ক
November 16, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি: বিসিবি
3 ঘন্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে কোনো অনিয়ম পাওয়া যায়নি। গতকাল শনিবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে বিসিবি জানায়, তাদের পর্যালোচনায় সব নথি দেখা হয়েছে এবং কোথাও কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে তারা বলেছে, আরও কিছু বিষয় তদন্তে আছে। এরমধ্যে রয়েছে সাবেক জাতীয় অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগও। বিসিবি জানায়, গত সেপ্টেম্বরের ১৭ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পাঠানো চিঠি আসে এমন সময়, যখন বোর্ড নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। ঐসময় বিভিন্ন বিভাগ শুধু প্রয়োজনীয় কাজই করতে পারছিল। নির্বাচনের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট কমিটিগুলো সব নথি পরীক্ষা করেছে। বিবৃতিতে বলা হয়, ‘পর্যালোচনার ভিত্তিতে বিসিবি নিশ্চিত করছে যে অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনি প্রক্রিয়ায় কোনো অনিয়ম পাওয়া যায়নি।’
গুগল ফটোসে এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
গুগল ফটোসে এআই ফিচার, যেসব সুবিধা পাবেন
1 দিন আগে
আমাদের দৈনন্দিন কাজকে আরও সহজ করেছে এআই। সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে এআই। এবার গুগল ফটোসে যুক্ত হচ্ছে এআই ফিচার। ছবি এডিট করা হবে আরও সহজ ও আকর্ষণীয়। গুগল ফটোস অ্যাপে এসেছে একাধিক এআই পাওয়ারড ফিচার, যা ছবি তোলা ও এডিটিংয়ের ধারণায় উল্লেখযোগ্য বদল আনবে। গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা এবার সরাসরি ফটোসে অ্যাপে যুক্ত হয়েছে। প্রায়ই আমরা দেখি, ছবি তোলার সময় কেউ চোখ বন্ধ করে ফেলেছে, কারো মুখে হাসি নেই, বা কেউ ভুল করে সানগ্লাস পরে ফেলেছে। আগে এমন ছবি ঠিক করতে হতো বড় সফটওয়্যারে। এখন গুগল ফটোসেই তা করা যাবে। এখন শুধু বলুন, ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’ বা ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’।
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
যেভাবে ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার করবেন
4 দিন আগে
অনেকেরই ভ্রমণে বেরিয়ে মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়া বা দূরবর্তী এলাকায় গিয়ে নেটওয়ার্ক হারিয়ে ফেলা—এমন পরিস্থিতিতে অনেকেই দিকনির্দেশনা পেতে হিমশিম খেয়ে যান। তবে খুব কম মানুষই জানেন, গুগল ম্যাপ ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায়। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। সবচেয়ে বড় সুবিধা হলো—ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করা সম্ভব। এজন্য পূর্বে থেকেই প্রয়োজনীয় ঠিকানা সেভ করে রাখতে হবে। এরপর অফলাইনে সেই ঠিকানায় পৌঁছানোর জন্য ম্যাপ ব্যবহার করা যাবে। এই ফিচার বিশেষভাবে কাজে আসে যখন আপনি নেটওয়ার্কহীন বা প্রত্যন্ত এলাকায় ভ্রমণে থাকেন। সেভ করে রাখা ম্যাপের সাহায্যে সহজেই নেভিগেশন ব্যবহার করা যায় এবং গন্তব্যের দিকনির্দেশনা পাওয়া সম্ভব। এমনকি ডাউনলোড করা সেই ম্যাপ থেকেই লোকেশন সার্চ করাও যায়।