আর্কাইভ
লগইন
হোম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি যুবক নিহত
দ্য নিউজ ডেস্ক
জুলাই ২৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলা গাজায়, নিহত ৯
যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলা গাজায়, নিহত ৯
2 দিন আগে
ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধবিরতির মধ্যেই গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আল-জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এই সময়েই ঐ হামলার ঘটনা ঘটে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি ছোড়া হয়। অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
2 দিন আগে
সৌদি আরবে যাওয়ার ৮ মাস পর ১৫ দিন ধরে নিখোঁজ ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার মানিকপুর এলাকার যুবক সবুজ মাতুব্বর (২৪)। এরপর গত সোমবার (১৩ অক্টোবর) মরুভূমিতে বালু ও পাথর চাপা দেওয়া তার লাশ উদ্ধারের খবর আসে বাড়িতে। অর্ধগলিত লাশের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন হতভাগ্য যুবক সবুজকে। বাড়িতে খবর এলে শোকের মাতম ওঠে অসহায় পরিবারে। স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ৮ মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে ও পরে কাজের খোঁজে আল কাসিম এলাকায় থাকা শুরু করেন তিনি। পেয়ে যান কাজও। স্বল্প সময়ে দিন ভালোই যাচ্ছিল। ভ্যান চালক বাবা ধার-দেনা করে টাকা জোগাড় করে পাঠিয়েছিলেন সৌদি আরব। স্বপ্ন ছিল দেনা পরিশোধের পর বিদেশ থেকে পাঠানো টাকায় নতুন ঘর তুলবেন। স্বচ্ছল জীবন-যাপন করবেন। তবে সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। সবুজ কাদিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
3 দিন আগে
মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বলেন, আমাদের সার্চিং অপারেশন (তল্লাশি অভিযান) চলছে। এর মধ্যে আনুমানিক ৯ লাশ উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশগুলো গার্মেন্টস অংশে মিলেছে। আমরা ধারণা করছি, প্রথমে কেমিক্যাল থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই কেমিক্যালের বিষক্রিয়ায় তারা মারা গিয়ে থাকতে পারেন। অন্যরা বেরিয়ে গেলেও তারা হয়তো বেরোতে পারেননি। তবে বিস্তারিত তদন্তে বলা যাবে।