আর্কাইভ
লগইন
হোম
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
ইয়ামালের ‘১০ নম্বর’ জার্সি বিক্রি, ২৪ ঘণ্টায় আয় ১২০ কোটি টাকা!
দ্য নিউজ ডেস্ক
July 19, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশ নারী দলের
থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশ নারী দলের
2 ঘন্টা আগে
এবার নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। থাইল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল ম্যাচ জেতে ৩৯ রানে। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং নেয় থাইল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে থাইল্যান্ড ৮ উইকেটে করে ১২৬ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন সোবহানা মোস্তারি। তিনি ৪২ বলে ৫৯ রান করেন। তার ইনিংসে ছিল ৯টি ৪ ও একটি ৬। ওপেনার জুরাইয়া ফেরদৌস করেন ৫৬ রান। ৪৫ বলের ইনিংসে তিনি মারেন ৩টি ৪ ও ৪টি ৬। ব্যাটিংয়ের শুরুতেই কোনো রান না করেই আউট হন দিলারা আক্তার। এরপর ১২ রান করে ফেরেন ফর্মে থাকা শারমিন আক্তার সুপ্তা। তারপর জুরাইয়া ও মোস্তারি গড়েন শতরানের জুটি। শেষমেশ বাংলাদেশ পায় বেশ ভালো একটা পুঁজি। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুথাওং নেন ৩ উইকেট। অনিচা নেন ২টি উইকেট। ফানিথা মায়া নেন ১ উইকেট।
ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে ইতালিতে জরুরি অবস্থা জারি
ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে ইতালিতে জরুরি অবস্থা জারি
5 ঘন্টা আগে
ইতালির দক্ষিণাঞ্চল ভয়াবহ ঘূর্ণিঝড় ‘হ্যারি’র প্রভাবে সৃষ্ট প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কালাব্রিয়া, সিসিলি এবং সার্ডিনিয়া অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত সোমবার (২৭ জানুয়ারি) ইতালি সরকার সেখানে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সিসিলির নিসেমি শহরে একটি বিশাল ভূমিধসের ঘটনায় এরই মধ্যে অন্তঃত ১,৫০০ বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইতালির নাগরিক সুরক্ষা মন্ত্রী নেলো মুসুমেসি জানিয়েছেন, ভূমিধসের গতি শহরের কেন্দ্রস্থলের দিকে অগ্রসর হতে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘সেফটি বাফার জোন’ ১০০ মিটার থেকে বাড়িয়ে ১৫০ মিটার করা হয়েছে। বর্তমানে এই ভূমিধস রেখা প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফ্যাবিও সিসিলিয়ানো সতর্ক করে বলেছেন, ভূমিধস এখনও থামেনি, যার ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।