আর্কাইভ
লগইন
হোম
জাপানের গানমা প্রদেশে দুর্ঘটনার কবলে ৫০টিরও বেশি গাড়ি, নিহত ২
জাপানের গানমা প্রদেশে দুর্ঘটনার কবলে ৫০টিরও বেশি গাড়ি, নিহত ২
দ্য নিউজ ডেস্ক
December 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
৩ হাজার ছাড়ালো ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা
৩ হাজার ছাড়ালো ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা
4 ঘন্টা আগে
ইসলামী প্রজাতন্ত্র ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আজ শনিবার (১৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে মানবাধিকারকর্মীরা। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ  জানিয়েছে, তারা ৩,০৯০ জনের মৃত্যুর তথ্য যাচাই করেছে। এদের মধ্যে ২,৮৮৫ জনই বিক্ষোভকারী। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দমন-পীড়নের পর আপাতত বিক্ষোভ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। একই সঙ্গে রাষ্ট্রীয় গণমাধ্যম আরও গ্রেফতারের খবর দিয়েছে। রয়টার্সের সঙ্গে কথা বলা একাধিক বাসিন্দা জানান, রাজধানী তেহরান টানা ৪দিন ধরে তুলনামূলকভাবে শান্ত। শহরের আকাশে ড্রোন উড়তে দেখা গেলেও গত বৃহস্পতিবার ও শুক্রবার বড় ধরনের কোনো বিক্ষোভের চিহ্ন দেখা যায়নি। কাস্পিয়ান সাগরসংলগ্ন উত্তরাঞ্চলের একটি শহরের এক বাসিন্দাও জানান, সেখানকার রাস্তাঘাটও শান্ত রয়েছে।
সুনামগঞ্জের ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সুনামগঞ্জের ছাতকে বাস–পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
5 ঘন্টা আগে
সুনামগঞ্জ–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব হোসেন (৩০) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তঃত ৮ জন। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও-আলমপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন যশোর জেলার মনিরামপুর উপজেলার বেগারিতলা বাজার এলাকার লেয়াকত হোসেনের ছেলে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং এনা পরিবহণের বাসটি সড়কের পাশের একটি ছোট খালে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর ২টি গাড়িই হাইওয়ে পুলিশ জব্দ করেছে।
সৌদি আরব ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন করলো
সৌদি আরব ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ উত্তোলন করলো
5 ঘন্টা আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মা’আদেন নতুন করে ৪টি খনি এলাকা থেকে মোট ৭৮ লাখ আউন্স (১ কেজিতে ৩৫ আউন্স ধরে মোট ২ লাখ ২১ হাজার কেজি) স্বর্ণ উত্তোলন করেছে। কোম্পানিটি এই ঘোষণা দিয়েছে।  খবর গালফ নিউজের। বিপুল পরিমাণে এই স্বর্ণ উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুত বৃদ্ধি ও নিজেদের বিশ্বমানের সোনা উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্যভিত্তিক খননকাজের মাধ্যমে মা’আদেনের ভান্ডারে এই নতুন সোনা যুক্ত হয়েছে। শুরুতে ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক হিসাব-নিকাশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়েছে। মানসুরাহ মাসসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং ওয়াদি আল জাও খনি থেকে নতুন স্বর্ণগুলো উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন হয়েছে মানসুরাহ মাসসারাহ থেকে। সেখান থেকে ৩০ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন হয়। এরপর উরুক ২০/২১ ও উম্ম আস সালাম মিলিয়ে ১৬ লাখ ৭০ হাজার আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হয়েছে।