আর্কাইভ
লগইন
হোম
গতবছর ওমানের জেবল আখদার ভ্রমনে ২ লাখেরও বেশি পর্যটক
গতবছর ওমানের জেবল আখদার ভ্রমনে ২ লাখেরও বেশি পর্যটক
দ্য নিউজ ডেস্ক
April 20, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
6 দিন আগে
মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি হতে পারে উপযুক্ত ভ্রমণ গন্তব্য
২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি হতে পারে উপযুক্ত ভ্রমণ গন্তব্য
2026-01-08
এই ২০২৬ সালে ইন্দোনেশিয়ার বালি পর্যটকদের জন্য বাজেট-বান্ধব থাকার ব্যবস্থা, প্রাণবন্ত সৈকত, শান্তি মিলনের স্পট এবং সহজ ভ্রমণ সুবিধা নিয়ে এসেছে। একা, পরিবার বা গ্রুপ—যে কারো জন্যই বালি উপযুক্ত গন্তব্য। বালি: সব ভ্রমণকারীর প্রিয় বালি বহু বছর ধরে পর্যটকদের প্রিয় গন্তব্য। এই ২০২৬ সালে ধীর ভ্রমণ এবং গভীর অভিজ্ঞতার দিকে মনোযোগ বাড়ায়, এই দ্বীপ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কুটা এবং সেমিনিয়াকে মতো হাই-এনার্জি ক্লাব থেকে শুরু করে সার্ফিং-সঙ্গতঃ সৈকত এবং শান্ত অঞ্চলে সহজে যাওয়া যায়, যেমন গিলি টি, নুসা পেনিদা। বালি শুধু রোদ ও সমুদ্র নয়, যোগা রিট্রিট, মেডিটেশন ক্যাম্প, সূর্যোদয় হাইক এবং রাতের পার্টি সবই একসঙ্গে মিলছে, যা একা ভ্রমণকারী, পরিবার বা দম্পতিদের জন্য আদর্শ।
ঢাকা পোস্টের আদনান রহমান ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন
ঢাকা পোস্টের আদনান রহমান ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পেলেন
2026-01-03
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব-এর ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক মো. আদনান রহমান। প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরিতে দৈনিক প্রথম আলোর মাহমুদুল হাসান নয়নের সঙ্গে যৌথভাবে তিনি এই পুরস্কার পেয়েছেন। আজ শনিবার (০৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ইতালিতে মানবপাচার : লোকদেখানো ‘সফলতার গল্প’ যেন মৃত্যুফাঁদ শীর্ষক প্রতিবেদনের জন্য এই পুরস্কার পেয়েছেন আদনান রহমান। আদনান রহমান ২০২৩ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড এবং ২০২১, ২০২২ ও ২০২৩ সালে টানা তিনবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা ক্রাইম রিপোর্টারের পুরস্কার পান। এছাড়া তিনি ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড রিপোর্টিং সম্মাননা-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম নেটওয়ার্ক-২০২২ এর পর্যটন বিষয়ক সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।
ফিলিস্তিনের গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
ফিলিস্তিনের গাজায় মানবিক কাজে যুক্ত ৩৭ এনজিওকে ইসরাইলের নিষেধাজ্ঞা
2026-01-03
ফিলিস্তিনের গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী ৩৭টি মানবিক সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইসরাইল। খবর এএফপি’র গত বৃহস্পতিবার (০১ জানুয়ারি) তারা এই ঘোষণা দেয়। সংস্থাগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে ‘নিরাপত্তা ও স্বচ্ছতার মান’ পূরণে ব্যর্থ হওয়ায় তাদের এই অঞ্চল থেকে নিষিদ্ধ করা হবে বলে জানায় তারা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের তীব্র সমালোচনা সত্ত্বেও এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক এনজিওগুলোকে তাদের ফিলিস্তিনি কর্মীদের বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই শর্তপূরণ না করায় সংশ্লিষ্ট এনজিওগুলোকে আগামী ০১ মার্চের মধ্যে গাজায় সব ধরনের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।