গতবছর ওমানের জেবল আখদার ভ্রমনে ২ লাখেরও বেশি পর্যটক
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেড়ানোর অন্যতম গন্তব্য এবং বিশ্ব পর্যটকদের আকষর্ণের কেন্দ্র জেবেল আখদারে গত বছর ২,০৩,৬২৯ জন পর্যটক-দর্শনার্থীর আগমন হয়েছিল। দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, গত বছর ৯৬,৮৫৬ জন ওমানি এই জনপ্রিয় পর্বত গন্তব্য পরিদর্শন করেছেন, যা তাদেরকে দর্শনার্থীদের মধ্যে বৃহত্তম দলে পরিণত করেছে।
বিদেশি পর্যটকদের মধ্যে, বিভিন্ন জাতীয়তার ৮৩,৫০৯ জন এই অঞ্চলটি ঘুরে দেখেছেন, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মধ্যে এর ক্রমবর্ধমান আকর্ষণ তুলে ধরে।