আর্কাইভ
লগইন
হোম
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষক নিহত
বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষক নিহত
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ০৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
নবাবগঞ্জ উপজেলায় প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার
নবাবগঞ্জ উপজেলায় প্রবাসীকে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা, স্ত্রী গ্রেফতার
2 দিন আগে
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় এক প্রবাসীকে নির্মমভাবে হত্যা করে তার লাশ পুড়িয়ে ফেলার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার বান্দুরা ইউনিয়নের নয়ানগর এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের নাম জুয়েল (৩৫)। তিনি নয়ানগর গ্রামের মৃত আজহার ও লায়লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন প্রবাসে থাকা জুয়েল সম্প্রতি দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তার স্ত্রী ঝুমা বেগম (২৫)–এর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। গত শনিবার (০৪ অক্টোবর) সন্ধ্যায় সেই পারিবারিক বিরোধের জেরে ঝুমা বেগম ও অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী মিলে পরিকল্পিতভাবে জুয়েলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে হত্যার আলামত গোপন করতে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। প্রতিবেশীরা ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসে এবং নবাবগঞ্জ থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও নিহতের লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত স্ত্রী ঝুমা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
3 দিন আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ০৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে তা ক্লাস বর্জনের ঘোষণা দেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ০৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে। গত শনিবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘TWO ONE’ নামক ফেইসবুক পেইজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাপস দাস বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই অনেক লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে তারা কিভাবে যথাসময়ে আসবে?