আর্কাইভ
লগইন
হোম
বেইজিংয়ের গলার কাঁটা ‘রেডিও ফ্রি এশিয়া’ এবার বন্ধ হচ্ছে
বেইজিংয়ের গলার কাঁটা ‘রেডিও ফ্রি এশিয়া’ এবার বন্ধ হচ্ছে
দ্য নিউজ ডেস্ক
November 01, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি
14 ঘন্টা আগে
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ভালো নেই। ৮৯ বছরের এই অভিনেতা গত ৪-৫ দিন ধরেই মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ৪-৫ দিন ধরে ধর্মেন্দ্র হাসপাতালে আছেন। তবে উদ্বেগের কিছু নেই বলেও জানানো হয়। ধর্মেন্দ্রকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্যই ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বলিউডের ‘হি-ম্যান’ খ্যাত এই তারকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। আগামী ০৮ ডিসেম্বর এই তারকা ৯০ বছরে পা দেবেন।
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন: ডা. শফিকুর রহমান
গণভোট ছাড়া জাতীয় নির্বাচন হবে অর্থহীন: ডা. শফিকুর রহমান
18 ঘন্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে সেই নির্বাচন অর্থহীন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন কোনোভাবেই কার্যকর হবে না’। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই অব্যাহত থাকবে এবং জামায়াত এ লড়াইয়ে সবসময় জনগণের পাশে থাকবে। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বানও জানিয়েছেন জামায়াত আমির।
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
বিশ্বকাপের জন্য ‘আকাশে’ ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে সৌদি আরব!
2 দিন আগে
ফুটবল স্টেডিয়াম আকাশে বানানোর পরিকল্পনা; শুনতে অবাস্তব মনে হলেও সামাজিক মাধ্যমে সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ‘নিওম স্টেডিয়াম’ নামের এই প্রস্তাবিত ভেন্যুটি বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন অনেকে। এই স্টেডিয়ামটি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের সৌদি আরবের প্রস্তুতি পরিকল্পনার অংশ। আগামী ৮ বছরে দেশটি নতুন ১১টি স্টেডিয়াম নির্মাণ করবে, সঙ্গে সংস্কার করা হবে আরও ৪টি বিদ্যমান স্টেডিয়াম। ফিফায় জমা দেওয়া সৌদি আরবের বিড বইয়ে বলা হয়েছে, ‘নিওম স্টেডিয়াম হবে বিশ্বের সবচেয়ে অনন্য স্টেডিয়াম। মাঠ থাকবে মাটি থেকে ৩৫০ মিটার উঁচুতে, যেখানে শহরের নিজস্ব কাঠামো দিয়েই তৈরি হবে ছাদ। এটি হবে এক অনন্য অভিজ্ঞতা।’
চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমালেন ডোনাল্ড ট্রাম্প
চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমালেন ডোনাল্ড ট্রাম্প
2 দিন আগে
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।’ মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। এর মাধ্যমে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগামী এপ্রিলে ট্রাম্প চীন সফরে যাবেন বলে জানিয়েছেন। এর পরবর্তী কোনো সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’