আর্কাইভ
লগইন
হোম
কুষ্টিয়ার খোকসায় ডলফিন হত্যার অভিযোগে যুবক আটক
কুষ্টিয়ার খোকসায় ডলফিন হত্যার অভিযোগে যুবক আটক
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
যশোরে রাইফেলের গুলিসহ একজন আটক
যশোরে রাইফেলের গুলিসহ একজন আটক
1 দিন আগে
থ্রি নট থ্রি রাইফেলের গুলিসহ রাসেল মুন্সি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। রাসেল মুন্সি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার শিববাড়ি মাঠ এলাকার সবুর মুন্সির ছেলে। আটকের সময় রাসেল মুন্সি পুলিশ ও সাংবাদিকদের কাছে এলোমেলো তথ্য দিয়েছেন। কোতোয়ালি থানার এসআই হামিদুর রহমান জানিয়েছেন, রাসেল বলছেন- একটি ব্যাগ নিয়ে তিনি পুলিশ বক্সের সামনে আছেন। আবার পুলিশকে দেখে সম্প্রতি যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে খুন হওয়া তানভীরের পরিবারের খোঁজখবর নেন। তার বক্তব্য- তানভীর হত্যামামলায় জড়িত ৮ নয়, ১০ জন। এরপর তিনি আবার এলোমেলো কথাবার্তা বলেন।
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলো যুক্তরাষ্ট্র, ১০ লাখ ডলারে মিলবে নাগরিকত্ব
‘গোল্ড কার্ড’ ভিসা চালু করলো যুক্তরাষ্ট্র, ১০ লাখ ডলারে মিলবে নাগরিকত্ব
1 দিন আগে
ধনাঢ্য বিদেশি যারা কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারবেন, তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে, এমন ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। গতকাল বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়লো বিমান
2 দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোটো আকারের একটি উড়োজাহাজ। গতকাল সোমবার (০৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ঐ গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স ২৭ বছর। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশসূত্রে জানা গেছে, যে নারী গাড়ি চালাচ্ছিলেন, তিনি সামান্য আহত হয়েছেন। বিমানের চালক এবং যাত্রী অক্ষত আছেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্কশপে অস্ত্র তৈরি, কারিগর গ্রেফতার
2 দিন আগে
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে ওয়ার্কশপের আড়ালে দেশীয় অস্ত্র তৈরির কারিগর নুর উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন একটি গহীন অঞ্চল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নুর উদ্দিন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের বাসিন্দা। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের নুর উদ্দিনের মালিকানাধীন নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। গত ০১ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে এসময় অভিযুক্ত নুর উদ্দিন পালিয়ে যান। এই ঘটনায় তাকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করে পুলিশ।