কুষ্টিয়ার খোকসায় ডলফিন হত্যার অভিযোগে যুবক আটক
কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় ডলফিন হত্যা করে ফেসবুক-টিকটক করার অপরাধে এক যুবককে আটক করেছেন থানা পুলিশ। গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে খোকসা কলেজ রোড থেকে অভিযুক্ত যুবককে আটক করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত যুবক খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আ. আওয়ালের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সাদ্দাম একটি ডলফিন পদ্মা নদী থেকে ধরে হত্যা করে সেটি কাঁধে নিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে।