আর্কাইভ
লগইন
হোম
মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা প্রায় ১০০০ পর্যটক
মাউন্ট এভারেস্টে তীব্র তুষারঝড়, আটকা প্রায় ১০০০ পর্যটক
দ্য নিউজ ডেস্ক
October 06, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
2 দিন আগে
সম্প্রতি ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুইটির দূতাবাস। ইতোমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করেছে। এসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, উত্তর মেসিডোনিয়ায় দূতাবাসে ভিসার আবেদন করা ৯০ শতাংশ বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একইচিত্র। দুই মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুইটি। তবু নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার আবেদন আসছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করা হবে।
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
বাংলাদেশে সরকার অনুমোদিত পাঁচ তারকা হোটেল ২০টির তালিকা
5 দিন আগে
বাংলাদেশে বর্তমানে মোট ২০টি ৫ তারকা মানের হোটেল রয়েছে। দেশের পর্যটন খাতের সেবা মান আরও উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল এই স্বীকৃতি দিয়েছে। সবশেষ ২০২৫ সালের ০১ মে পর্যন্ত প্রদত্ত সার্ভিসের ভিত্তিতে তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি হোটেল ও রিসোর্টকে ৫ তারকা মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে ৮টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বগুড়ায় ১টি এবং যশোরে ১টি হোটেল।
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
কেমন আছেন সবার প্রিয় সেই ‘ম্যাকগাইভার’?
6 দিন আগে
নব্বই দশকে বাংলাদেশে জনপ্রিয় ধারাবাহিক সিরিজ 'ম্যাকগাইভার' প্রচার করে বিটিভি। এরপর ‘আঙ্গাস ম্যাকগাইভার’ চরিত্রটিকে আপন করে নেয় শিশু–কিশোররা। সেই সময় বাংলাদেশে দেদার বিক্রি হয় ম্যাকগাইভারের ছবিসংবলিত খাতা, ভিউকার্ড আর স্টিকার। ম্যাকগাইভার হওয়ার স্বপ্ন দেখতো শিশু–কিশোররা। বিশ্বজুড়ে সাড়া ফেলানো টিভি সিরিজ ম্যাকগাইভার ১৯৮৫ সালের ২৯ সেপ্টেম্বর প্রচারে আনে এবিসি নেটওয়ার্ক। সাত বছর পর ১৯৯২ সালের ২১ মে সিরিজটির প্রচার শেষ হয়। পেশায় গুপ্তচর। বিপদে পড়লে হাতের কাছে যা মেলে, তা দিয়ে তৈরি করে ফেলেন জটিল সব যন্ত্র। আর সেসব যন্ত্র দিয়ে বড় বড় সব কাজ করে ফেলেন—ম্যাকগাইভার। ‘ম্যাকগাইভার’ চরিত্রটিকে প্রাণ দেন- মার্কিন অভিনেতা রিচার্ড ডিন অ্যান্ডারসন। তবে ম্যাকগাইভার নামেই দর্শক তাকে চেনেন এবং জানেন। যদিও তিনি এর আগে টেলিভিশন সোপ অপেরা জেনারেল হসপিটাল–এ ড. জেফ ওয়েবার চরিত্র করে খ্যাতি অর্জন করেছিলেন। ১৯৯২ পর্যন্ত ম্যাকগাইভার সিরিজে কাজ করেন। ১৯৯৭ সালে আরেক মার্কিন টিভি সিরিজ স্টারগেট এসজি-১–এ কাজ শুরু করেন অ্যান্ডারসন। তিনি ২০০৭ সাল পর্যন্ত স্টারগেট এসজি-১-এ কাজ করেন। ২০১৩ সালে মার্কিন টেলিভিশন সিটকম ডোন্ট ট্রাস্ট দ্য বি—ইন অ্যাপার্টমেন্ট টোয়েন্টি থ্রির একটি পর্বে অ্যান্ডারসনকে দেখা যায়। এরপর তাকে আর অভিনয়ে দেখা যায়নি। তখন মেয়ে ওয়াইলির বয়স ১৫ বছর। মূলত মেয়েকে সময় দিতেই অভিনয় ছাড়েন তিনি।