আর্কাইভ
লগইন
হোম
মিডিয়ার প্রতি হুমকি: ক্র্যাবের উদ্বেগ
মিডিয়ার প্রতি হুমকি: ক্র্যাবের উদ্বেগ
দ্য নিউজ ডেস্ক
July 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
রিজার্ভের নতুন মাইলফলক, ৩১ বিলিয়ন ডলার অতিক্রম
রিজার্ভের নতুন মাইলফলক, ৩১ বিলিয়ন ডলার অতিক্রম
2025-06-30
বৈদেশিক মুদ্রা পরিস্থিতির অবনতি থেকে ক্রমোন্নতির মধ্যে নতুন উচ্চতায় পৌঁছলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশে এখন মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৩১ বিলিয়ন বা ৩,১৩১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার। একই সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ ২৬.৩২ বিলিয়ন ডলার বা ২,৬৩২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার ডলার। গতকাল রোববার (২৯ জুন) সন্ধ্যায় এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এবারই গোপন রিজার্ভ বা নিট ইন্টারন্যাশনাল রিজার্ভ (এনআইআর) তথ্য প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক। যাকে ব্যবহারযোগ্য রিজার্ভ বলা হয়। এ রিজার্ভের পরিমাণ ২০.৩১ বিলিয়ন ডলার। দেশের এই ব্যবহারযোগ্য রিজার্ভ দিয়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
ইরান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন ২৮ বাংলাদেশি
ইরান থেকে দেশের উদ্দেশ্যে রওনা দিলেন ২৮ বাংলাদেশি
2025-06-25
ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় দেশে ফিরছেন ২৮ জন বাংলাদেশি নাগরিক। তাদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও চিকিৎসাসেবা নিতে যাওয়া রোগী। আজ বুধবার (২৫ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তারা তেহরান থেকে সড়কপথে পাকিস্তানের উদ্দেশে রওনা দেন। তেহরানের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এসব বাংলাদেশি বেলুচিস্তানের তাফতান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। এরপর করাচি হয়ে তারা দুবাই এবং সেখান থেকে বাংলাদেশে ফিরবেন। সূত্রটি জানায়, ইরানে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে তেহরান থেকে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। সংঘাত শুরু হওয়ার পর অনেক বাংলাদেশিই দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় অনেকেই এখন আর দেশে ফিরতে আগ্রহী নন।
যেভাবে ফ্যাটি লিভারকে হার মানালেন হৃতিকের বোন সুনয়না!
যেভাবে ফ্যাটি লিভারকে হার মানালেন হৃতিকের বোন সুনয়না!
2025-06-25
বলিউড অভিনেতা হৃতিক রোশনের বোন সুনয়না ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার পর প্রায় এক বছর নিয়মিত শরীরচর্চা করেন। তিনি বলেন, ভাজাপোড়া খাওয়া বন্ধ করে সুষম আহার করতেন। সুস্থ জীবনযাপন করতেন। কিন্তু তারপরও দেখা যায় তিনি ভালো নেই। সুনয়ন বলেন, আমি ভুলেই গিয়েছিলাম যে, আমার ফ্যাটি লিভার হয়েছে। এক বছর পর নতুন করে রক্ত পরীক্ষা করি। ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু চিকিৎসক জানান, পরীক্ষার ফলাফল ভালো এসেছে। তিনি বলেন, শুনে কেঁদে ফেলেছিলাম। মনে হয়েছিল- এটি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। ফ্যাটি লিভারের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে সফল হতে গেলে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। নিজের সফলতার গল্প শোনালেন হৃতিক রোশনের বোন সুনয়না রোশন। জীবনের ব্যস্ততা যত বাড়ছে, ততই ফ্যাটি লিভারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। নেপথ্যে রয়েছে অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, ফ্যাটি লিভারকে নির্মূল করা সম্ভব। সুনয়না রোশন অনেক দিন ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন যে, এখন আর তার ফ্যাটি লিভারের সমস্যা নেই।