আর্কাইভ
লগইন
হোম
মিথ্যা মামলা দায়ের প্রসঙ্গ: সাবেক দুদক চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলার আবেদন
মিথ্যা মামলা দায়ের প্রসঙ্গ: সাবেক দুদক চেয়ারম্যানসহ ৪ জনের নামে মামলার আবেদন
দ্য নিউজ ডেস্ক
May 19, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আবু সাঈদ হত্যা মামলা: অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
আবু সাঈদ হত্যা মামলা: অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ
9 ঘন্টা আগে
গতবছর জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার (০৬ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন: বিচারক মো. মন্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে ২৪ জন পলাতক ও ৬ আসামি গ্রেফতার রয়েছেন। গ্রেফতার থাকা আসামিরা হলেন: এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। অভিযোগ গঠনের সময় তারা ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন।
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
10 ঘন্টা আগে
গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (০৬ আগস্ট) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
1 দিন আগে
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (০৪ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, অপরাধমূলক আচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনপূর্বক নিজনামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ সদস্যর প্রতিনিধিদল থাকবে
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ সদস্যর প্রতিনিধিদল থাকবে
1 দিন আগে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। গতকাল সোমবার (০৪ আগস্ট) রাতে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন তিনি, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।