আর্কাইভ
লগইন
হোম
বিএনপি
গুলিস্তানে অবস্থিত আ.লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ ঘোষণা
ঢাকার গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) রাতে তারা সেখানে যান। এ সময় তারা পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসকে ‘জুলাইযোদ্ধা পুনর্বাসন ও কর্মসংস্থান কেন্দ্র’ করার ঘোষণা দেন। এইদিন রাত সাড়ে ৯টার দিকে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা সেখানে একটি মশাল মিছিল নিয়ে উপস্থিত হন। তারা সেখানে অবস্থান নিয়ে আওয়ামী লীগবিরোধী নানা স্লোগান দিতে থাকেন।
1 দিন আগে
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
2025-07-16
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলের, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?
গুজব উড়িয়ে দিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেন মনির খান
গুজব উড়িয়ে দিয়ে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেন মনির খান
2025-07-15
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান গানের পাশাপাশি একসময় রাজনীতিতেও বেশ সক্রিয় ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি''র হয়ে রাজনীতি করেন। তবে গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে সে তথ্যকে গুজব হিসেবে উড়িয়ে দেন মনির খান। এ বিষয়ে তার মন্তব্য, ‘২০১৮ সালের একটি তথ্যকে বিকৃত করে সামনে আনা হচ্ছে। যেটা মোটেও সত্য নয়। আমি দলের পদ ছেড়ে দিয়েছি, দল ছাড়িনি।’ বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ছিলেন মনির খান। তবে এখন কোনো পদে নেই। এ বিষয়ে তিনি বলেন, ‘২০১৮ সালে আমি বিএনপি’র ঐ পদ থেকে অব্যাহতি নেই। কিন্তু আমি দল ছাড়িনি। আমি বিএনপিতে ছিলাম, আছি। যে গুজব ছড়ানো হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত।’