আর্কাইভ
লগইন
হোম
বিএনপি
দোহার উপজেলায় বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
ঢাকা জেলার দোহার উপজেলায় বিএনপির নেতা হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টারকে (৬৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার (২ জুলাই) সকাল ৬টায় উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে। নিহত হারুন মাস্টার উপজেলার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বলে জানা গেছে। জানা গেছে, সকালে নামাজ পড়ে বাড়ির পাশে নদীর ধারে হাঁটতে গেলে হঠাৎ ৩ যুবক এসে হারুন মাষ্টারকে গুলি করে চলে যায়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
2 দিন আগে
আ.লীগের মতো হবো না, ভোট চাইব বিনয়ী হয়ে: মির্জা ফখরুল
আ.লীগের মতো হবো না, ভোট চাইব বিনয়ী হয়ে: মির্জা ফখরুল
2025-06-18
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, তার দল আওয়ামী লীগের মতো ভোট কারচুপি করবে না এবং আইন ভঙ্গ করবে না। তিনি জোর দিয়ে বলেছেন যে, ‘বিএনপি জনগণের অধিকার হরণ করে নয়; বরং বিনয়ী হয়ে ভোট চাইবে। আজ বুধবার (১৮ জুন) দুপুরে উত্তরায় বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির ঢাকা মহানগর উত্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সময় ভোটকেন্দ্রে কেউ যেতে পারেনি। ভোটকেন্দ্রে যাওয়ার আগেই তার ভোট দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু আমরা এটি চাই না। আমরা নির্বাচনের সময় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম, যাতে সবাই তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।’
ঢাকার ২০টি আসনে জামায়াতের প্রার্থী তালিকায় যারা আছেন
ঢাকার ২০টি আসনে জামায়াতের প্রার্থী তালিকায় যারা আছেন
2025-06-16
জামায়াতে ইসলামী নির্বাচনের টাইমফ্রেম নিয়ে দ্বিমত থাকলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই। সারাদেশে ৩০০ আসনে নির্বাচন করার লক্ষ্যে প্রস্তুতি আরও আগে থেকেই শুরু করেছে দলটি। এরই অংশ হিসাবে অন্তত ২৯৬ আসনে প্রাথমিকভাবে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করেছে দলটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের আউটকাম অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে সাংগঠনিকভাবে সুবিধা পাবে জামায়াত। কারণ তারা সংগঠন গুছিয়ে এনেছে। বিএনপি যেখানে নির্বাচনি প্রস্তুতিই শুরু করেনি। সেখানে জামায়াত তাদের সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা জুলাই আগস্টের পর থেকে জনমুখী রাজনীতি করছে। মানুষদের কাছে টানছে।