আর্কাইভ
লগইন
হোম
বিএনপি
মির্জা ফখরুলসহ ২২ জনকে বিস্ফোরক মামলা থেকে অব্যাহতি
পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ রোববার (০৫ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস প্রমুখ। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এই মামলায় তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক তাদের অব্যাহতির আদেশ দেন।
3 দিন আগে
প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন
2025-09-21
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামিকাল সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্কে পৌঁছাবেন। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। এরপর ০২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ জন রাজনৈতিক নেতা নিউইয়র্কে যাচ্ছেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
গণতন্ত্রের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
গণতন্ত্রের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান
2025-09-18
আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করাকে অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। তারেক রহমান লিখেছেন, ‘আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণি ও পেশার মানুষের কাছে; গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করছে। এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা ও জবাবদিহিতা।’
বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে: ওসমান হাদি
বিএনপি যদি ডুবে তাহলে তারা একা ডুববে না গোটা বাংলাদেশকে নিয়েই ডুববে: ওসমান হাদি
2025-09-16
বিএনপির কিছু বুদ্ধিজীবী ও নেতারা ফ্যাসিস্ট আমলে বিদেশে ছিলেন- তারা ‘ফার রাইটের’ (অতি-ডানপন্থি রাজনীতি) ভয় দেখিয়ে ধর্মপ্রাণ মানুষদের কোনঠাসা করার চেষ্টা করছেন বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এই অভিযোগ করেন। ওসমান হাদি বলেন, আমরা ইদানীং খেয়াল করছি- বিএনপির ওয়েস্টে থাকা একটা পার্ট, যারা আগে কখনও মজলুম হয়নি, তারা এখন ‘ফার রাইট’ (অতি-ডানপন্থি রাজনীতি) নামে নতুন একটি টার্ম নিয়ে আসার চেষ্টা করছেন। বিএনপির একধরনের বুদ্ধিজীবী ও নেতাদের সন্তান-যারা আগের আমলের পুরো সময় বিদেশে ছিলেন, এমনকি তাদের ফেসবুকের প্রোফাইলটা পর্যন্ত লক ছিল, তারা এখন এসব নিয়ে মাতামাতি করছেন।