আর্কাইভ
লগইন
হোম
সাংবাদিকদের ওপর হামলাকারী জাকিরসহ ২ জন গ্রেফতার
সাংবাদিকদের ওপর হামলাকারী জাকিরসহ ২ জন গ্রেফতার
দ্য নিউজ ডেস্ক
May 25, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন শুধু সময়ের দাবি
1 দিন আগে
ডিজিটাল নিরাপত্তা এখন কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি সরাসরি সাংবাদিকতা ও মানবাধিকার রক্ষার সঙ্গে জড়িত। এই বার্তা সামনে রেখে গতকাল (রোববার) নেত্রকোণায় অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য এক বিশেষ কর্মশালা। স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘ভয়েস’ এর উদ্যোগে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা হয়। যার শিরোনাম ছিল— “সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের জন্য ডিজিটাল অধিকারঃ নিরাপত্তা ও সুরক্ষা।” স্থানীয় সংবাদপত্র, টেলিভিশন, অনলাইন মিডিয়া এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। ভয়েস-এর নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “ডিজিটাল অধিকার নিশ্চিত না হলে মতপ্রকাশের স্বাধীনতাও কার্যকর হয় না। অনলাইনে নিজেদের সুরক্ষিত রাখতে এবং সচেতন ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
কুষ্টিয়ার ভেড়ামারায় চা দোকানিকে কোপালো এবং যুবককে গুলি করলো দুর্বৃত্তরা
কুষ্টিয়ার ভেড়ামারায় চা দোকানিকে কোপালো এবং যুবককে গুলি করলো দুর্বৃত্তরা
3 দিন আগে
ষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছেলে। এই সময় দুর্বৃত্তরা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বিক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে রায়টা পাথরঘাটা এলাকার একটি দোকানে দাঁড়িয়ে ছিলেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে মুখের ভেতর পিস্তল ঢুকিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই রেফাজুলের মৃত্যু হয়। এই সময় ঘটনাস্থলে থাকা স্থানীয় চা বিক্রেতা লালন মন্ডলকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
দেশের ২৬ জন সাংবাদিক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন
দেশের ২৬ জন সাংবাদিক ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন
2025-11-16
দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক মিডিয়ার মোট ২৬ জন সাংবাদিক ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছেন। আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক জাঁকালো অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট এবং পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়। মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের সহযোগিতায় এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সাংবাদিকদের ‘জনগণের কণ্ঠ’ হিসেবে আখ্যায়িত করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, যারা প্রতিবেদন দাখিল করেছেন, তাদের কাজগুলো দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
জেন-জি বিক্ষোভে উত্তাল মেক্সিকো, শতাধিক পুলিশ আহত
2025-11-16
মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জি বিক্ষোভ-সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল শনিবার (১৫ নভেম্বর) মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা। মাদক সহিংসতা এবং শেইনবাউমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জেন-জির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে। গত ২০২৪ সালের অক্টোবরে দায়িত্ব নেন শেইনবাউম। তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে ৭০ শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন। কিন্তু বেশ কয়েকটি হাই-প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে। মেক্সিকো সিটির নিরাপত্তা প্রধান পাবলো ভাজকুয়েজ সাংবাদিকদের বলেন, একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল।