আর্কাইভ
লগইন
হোম
সাংবাদিক
দেশের ২৯ সাংবাদিক গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন
চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’। বাংলাদেশের গণমাধ্যমে দুই দেশের বন্ধুত্ব ফুটিয়ে তোলার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন দেশের বিভিন্ন গণমাধ্যমের ২৯ জন সাংবাদিক। গত বুধবার শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রতিটি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে নগদ এক লাখ টাকা ও সনদ, দ্বিতীয় স্থান অর্জনকারী ২ জনকে নগদ ৫০ হাজার টাকা ও সনদ এবং তৃতীয় স্থান অর্জনকারী ৩ জনকে ৩০ হাজার টাকা করে এবং সনদ দেওয়া হয়। মোট ৫টি শ্রেণিতে দেওয়া হয় পুরস্কার।
2 দিন আগে
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ এর জন্য প্রতিবেদন আহ্বান করা হচ্ছে
2025-12-08
এগ্রিকালচার বা কৃষি বিষয়ক লেখালেখিকে উৎসাহিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিপোর্টার্স ফোরাম’ (বিএআরএফ) চালু করেছে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’। সম্প্রতি খামারবাড়িতে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এই সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএআরএফ সভাপতি রফিকুল ইসলাম সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওসার আজমের পরিচালনায় অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত অনুযায়ী, এবার মোট ৫ জনকে ‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ দেওয়া হবে। এই লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতীয় ও স্থানীয় পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল এবং টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে কৃষি বিষয়ক প্রতিবেদন আহ্বান করা হয়েছে।
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
লন্ডনে শাহরুখ-কাজলের ভাস্কর্য নিয়ে আবেগ-আপ্লুত ভক্তরা
2025-12-06
দীর্ঘ প্রায় ৩০ বছর পরেও বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান ও কাজল। লন্ডনের লেস্টার স্কোয়ারে সিনেমার আইকনিক দৃশ্যের ভঙ্গিমায় তৈরি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেন এই দুইজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের সন্তান, ছেলে যুগ ও মেয়ে নিসা। ছবিতে দেখা যায়, মুষলধারে বৃষ্টির মধ্যে ছাতা হাতে কাজলের পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ খান; দুইজনেই হাসিমুখে এবং আনন্দিত। তাদের পেছনেই ভাস্কর্যটি স্পষ্টভাবে দৃশ্যমান। ভাস্কর্যটি কাজলের চরিত্র সিমরান এবং শাহরুখের চরিত্র রাজ–এর বিখ্যাত পোজে তৈরি। কাজল সাংবাদিকদের বলেন, ‘এটি সত্যিই অবিশ্বাস্য। ভাস্কর্যটির সামনে আমাদের সন্তানদের সঙ্গে থাকা যেন পুরনো স্মৃতিকে নতুনভাবে জীবন্ত করে তুলেছে। ৩০ বছর পরও ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ যে ভালোবাসা পাচ্ছে, তা সত্যিই আশ্চর্যজনক।’