আর্কাইভ
লগইন
হোম
সাংবাদিক
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এই তারকাজুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন। জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুইজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।
3 দিন আগে
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
ডাকসুর নির্বাচিত নেতারা সাংবাদিক তরিকুলের পরিবারের পাশে
2025-09-13
সদ্য সমাপ্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কাভার করার সময় অসুস্থ হয়ে মারা যাওয়া সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত নেতারা। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) তারা সাংবাদিক তরিকুলের পরিবারের সঙ্গে দেখা করেন। এই সময় নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, আমরা পরিবারের সাথে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লক্ষ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সকল প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
লাইভের পর সংবাদকর্মীর মৃত্যু, সহকর্মীকে হারিয়ে অশ্রুসিক্ত সাংবাদিকরা
2025-09-09
তরিকুল ইসলাম শিবলী ছিলেন সরব, চঞ্চল, নিবেদিত একজন সংবাদকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কভার করতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান শিবলী। ডিউটিরত থাকা অবস্থায় সাংবাদিক শিবলীর মৃত্যু কোনোমতেই মেনে নিতে পারছেন না, সহকর্মী ও তার আত্মীয়-স্বজনরা। সহকর্মীরা বলছেন, মৃত্যুর কিছু আগে শিবলী কার্জন হলের সামনে ডাকসুর নির্বাচনের লাইভ করেছে অথচ এর কিছুক্ষণ পরেই লাশ হলো। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) চ্যানেল এস’র স্টাফ রিপোর্টার তরিকুল ইসলাম শিবলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে ডাকসু নির্বাচন নিয়ে সরাসরি লাইভ করছিলেন। পাঠকদের কাছে তুলে ধরছিলেন ভোটের আপডেট, নিচ্ছিলেন ভোটারদের অভিমত। কিন্তু কে জানত, সেই লাইভে হবে তার জীবনের শেষ সংবাদ পরিবেশন। লাইভ শেষে, আশেপাশের উপস্থিত ভোটারদের বক্তব্য নিতে নিতে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।