আর্কাইভ
লগইন
হোম
সাংবাদিক
ঐকমত্য কমিশনের সুপারিশমালা প্রতারণামূলক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালা ‘প্রতারণামূলক’ অভিহিত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে এক আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন, তারা তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে। তিনিও এই কমিশনের চেয়ারম্যান। এখন অবাক বিস্ময়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে, আমরা একেবারে পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের (জাতীয় ঐক্যমত্য কমিশনের)।’
14 ঘন্টা আগে
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
শহিদুল আলমসহ আটকৃতদের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে
2025-10-09
শহিদুল আলমসহ গাজাগামী জাহাজবহর থেকে আটক অধিকারকর্মীদের ইসরাইলের আশদোদ বন্দরে নেওয়া হয়েছে। গতকাল বুধবার (০৮ অক্টোবর) রাতে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বুধবার গাজা উপকূলে পৌঁছানোর আগেই, আন্তর্জাতিক জলসীমাতে আটকে দেওয়া হয় ফ্লোটিলার ৯টি জাহাজ। সেইসঙ্গে দেড়শো স্বেচ্ছাসেবীদের আটক করে ইসরাইলি নৌবাহিনী। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে দাবি করে তেলআবিব। দ্রুত তাদের ফিরিয়ে দেওয়া হবে নিজ দেশে। এই নৌবহরের 'কনশানস' নামের একটি জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রি ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। বর্তমানে আটক অবস্থায় অন্যান্য অধিকারকর্মীদের সঙ্গে ইসরাইলে আছেন তিনি।
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
মাধুরী দীক্ষিতের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেম ভাঙার কারণ কী ছিল?
2025-10-05
একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও অভিনেতা সঞ্জয় দত্তের প্রেম বলিপাড়ায় মূল আলোচনার বিষয় ছিল। এই তারকাজুটির সম্পর্কের গুঞ্জন শুরু হয় ‘সাজান’ সিনেমার শুটিং থেকে। সেই সময় ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণ মামলার সঙ্গে সঞ্জয়ের নাম জড়িয়ে গেলে তাদের সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিক হানিফ জাভেরি সেই সম্পর্কের নেপথ্যের কারণ তুলে ধরেন। জাভেরি বলেন, সঞ্জয়ের গ্রেফতারের পর অভিনেত্রী মাধুরী সচেতনভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেন। সঞ্জয় যখন জামিনে মুক্তি পান, তখন তাদের একটি সিনেমার প্রযোজক, তাদের দুইজনকে একসঙ্গে জনসমক্ষে আনার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু মাধুরীর আচরণে স্পষ্ট ছিল যে, তিনি আর সঞ্জয়ের সঙ্গে তার নাম জড়াতে চান না।