আর্কাইভ
লগইন
হোম
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে নিউইয়র্কে মুসলিম মেয়র প্রার্থী, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
দ্য নিউজ ডেস্ক
October 27, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন!
চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে নিয়ে গুঞ্জন!
32 মিনিট আগে
ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায়। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে—একজন নারীর সঙ্গে ঘনিষ্ঠভাবে পোজ দিয়েছেন তিনি। ছবিগুলোতে দুজনের পোশাক, হাসি এবং ফ্রেম দেখে অনেকে ধারণা করছেন, বিয়েটা সেরে ফেলেছেন জায়েদ খান। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। কেউ লিখেছেন, ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই।’ আবার কেউ মজা করে বলছেন, ‘ঢালিউডের সালমান খানও অবশেষে বিয়ে করে ফেললেন!’ তবে কাকে বিয়ে করেছেন জায়েদ খান, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। অনেকে দাবি করছেন, কনের জন্ম সিলেটে, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীণভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। কবে, কোথায় বিয়েটি হয়েছে, তাও জানা যায়নি।
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জ্বালানি সংকটে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জ্বালানি সংকটে বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
3 ঘন্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে। জ্বালানি সরবরাহ ব্যহত হওয়ার কারণে দেশটির রাজধানী বামাকোতেও যানবহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গতকাল রোববার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএমে সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, পশ্চিম আফ্রিকার এই দেশজুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ০৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে।
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
হামজা-শমিতদের পর বাংলাদেশের জার্সি পরবে আরও ২ প্রবাসী ফুটবলার
21 ঘন্টা আগে
ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে জনজোয়ারই টেনে এনেছেন। তার দেখানো পথে কানাডিয়ান লিগে খেলা শমিত সোম এসেছেন। দলের জার্সি গায়ে অভিষেক হয়েছে জায়ান আহমেদেরও। এবার সেই পথ ধরে লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ দেখিয়েছেন আরও ২ প্রবাসী ফুটবলার। প্রথমজন- ব্রিটিশ বংশোদ্ভূত ও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তারকা ফরোয়ার্ড ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড মেন’স সকার ক্লাবের এই খেলোয়াড়ের পাসপোর্ট তৈরির কাজ শুরু হলেও তার এজেন্ট আবিদ আনোয়ার জানিয়েছেন, এ বছর নয়, আগামী বছর তাকে বাংলাদেশ জাতীয় দলে দেখা যেতে পারে। আবিদ আনোয়ার বলেন, ‘ট্রেভর ইসলাম বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ দেখিয়েছে। ওর বাংলাদেশি পাসপোর্ট নেই। আগে ওর বাবা-দাদার পাসপোর্ট করতে হবে। তারপর সে নিজের পাসপোর্টের কাজ শুরু করতে পারবে।’ অন্যদিকে, আরেক প্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকে নিয়েও আনুষ্ঠানিক প্রক্রিয়া চলছে। আবিদ আনোয়ার জানান, ‘কিছু জটিলতা থাকলেও কিউবার মতো এই প্রক্রিয়ায়ও সফল হওয়ার বিষয়ে তারা আশাবাদী।’
 ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে
ইরান জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠন করছে
22 ঘন্টা আগে
ইরানের সংসদ জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে। সংস্থাটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে স্বাধীনভাবে কাজ করবে এবং দেশের এআই ইকোসিস্টেমের উন্নয়ন ও সমন্বয় সাধনে ভূমিকা রাখবে। মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী, রোববারের সংসদীয় খোলা অধিবেশনে আইনপ্রণেতারা জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বিলের ধারা ৩-এর সংশোধনী অনুমোদন করেছেন। সংশোধনীর মাধ্যমে বিদ্যমান জাতীয় সম্পদ ব্যবহার করে একটি স্বাধীন জাতীয় এআই সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়েছে। সংস্থার সচিবালয় ইরানের প্রেসিডেন্টের তত্ত্বাবধানে কাজ করবে, যা জাতীয় এআই নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করবে। সংস্থার প্রধানকে প্রেসিডেন্ট নিয়োগ করবেন।