আর্কাইভ
লগইন
হোম
বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল
দ্য নিউজ ডেস্ক
July 24, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন
দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন
10 ঘন্টা আগে
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৭৮৮ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৮৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৮ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’: হামজা চৌধুরী
‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি’: হামজা চৌধুরী
13 ঘন্টা আগে
বাংলাদেশ ২২ বছর পর গতকাল মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারলো ভারতীয় ফুটবল দল। দীর্ঘ অপেক্ষার পর দেশের ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরে উচ্ছ্বসিত হামজা চৌধুরী। ভারতকে হারানোর পর কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সংবাদ সম্মেলনে এসেছিলেন হামজা চৌধুরীকে নিয়ে। সংবাদ সম্মেলনে তাই বিশাল হাসিমুখ নিয়ে বসেন হামজা এবং প্রথমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এরপর একের পর এক প্রশ্ন তাকে। বাংলাদেশের জার্সিতে ৭ম ম্যাচে জয় পাওয়া হামজা বললেন, ‘ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করতে পেরেছি। পৃথিবীর আর কোথাও এটা হয়তো সম্ভব নয়। তাই এটি অবশ্যই আমার ক্যারিয়ারের সেরা সাফল্যের মধ্যে থাকবে।’ ‘হ্যাঁ। মানুষ খুশি। একটা লম্বা সময় পর। তাও দুই যুগের কাছাকাছি। ২০০৩ সালের পর ভারতের বিপক্ষে জয় এলো ২০২৫ সালে। এশিয়ান কাপ বাছাই থেকে বিদায় নেওয়ার কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে ভারতকে হারানোর পর। আগের ম্যাচগুলোর মতো শেষ মুহূর্তে আমরা আর ম্যাচ হারাইনি বা পয়েন্ট হাতছাড়া করিনি। কারণ, আমরা বিশ্বাস করেছিলাম যে সবাই মিলে পরিস্থিতি সামলাতে পারবো। খেলোয়াড়দের জন্য, স্টাফদের জন্য আমি ভীষণ খুশি। এত পরিশ্রমের পর দলটির এমন বড় কিছু পাওয়ারই কথা ছিল,’ যোগ করেন তিনি।
সিঙ্গাপুর থেকে দেশে ফিরলো প্রবাসী নির্মাণ শ্রমিক কদমের লাশ
সিঙ্গাপুর থেকে দেশে ফিরলো প্রবাসী নির্মাণ শ্রমিক কদমের লাশ
14 ঘন্টা আগে
প্রবাসী রিয়াজুল ইসলাম কদমের (৫০) লাশ অবশেষে দেশে ফিরলো। সিঙ্গাপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মৃত্যুর ৬ দিন পর দেশে ফেরা কদমের জানাজা ও দাফন আজ বুধবার (১৯ নভেম্বর) সম্পন্ন করা হয়েছে। নিহত রিয়াজুল ইসলাম কদম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডল পাড়ার মৃত ইউসুফ আলী শেখের পুত্র।  নিহত কদমের ভগ্নিপতি কুদ্দুস আলম জানান, কদম  সিঙ্গাপুরেরে তেভান স্টেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে এলটিএ প্রজেক্টে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ১৩ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কোম্পানিটির নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিলেন। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।