আর্কাইভ
লগইন
হোম
বিমান বাহিনী
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ সাড়ে ৩ মাস বাড়লো
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন পাওয়া কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাসহ) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও সাড়ে ৩ মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এর পূর্বে গত ১২ সেপ্টেম্বর থেকে দুই মাসের জন্য একই আদেশ জারি করা হয়েছিল। সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (১১ নভেম্বর)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮- এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২-এর অধীন অপরাধগুলো আমলে নিয়ে সারাদেশে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তারা।
2025-11-11
মাইলস্টোন ট্র্যাজেডি: আজ বাদ গান-বাজনা, কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান
মাইলস্টোন ট্র্যাজেডি: আজ বাদ গান-বাজনা, কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান
2025-07-22
রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে খুব একটা দূরে নয় রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত শনিবার (১৯ জুলাই) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ জয়ের পর সেই স্কুলের অসংখ্য শিক্ষার্থী ভেসেছিল আনন্দে। কিন্তু পরদিন সকালেই নেমে আসে মর্মান্তিক এক দুর্ঘটনা—স্কুল চত্বরে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। মুহূর্তেই উল্টে যায় সব কিছু। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন, আহত হয়েছেন আরও অনেকে—অধিকাংশই শিশু। এই হৃদয়বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশজুড়ে। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রাও গভীরভাবে মর্মাহত। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিশুদের মৃত্যুর খবরে কেঁপে উঠেছে দেশের ক্রীড়াঙ্গনও।
বিমান দুর্ঘটনায় শোক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন
বিমান দুর্ঘটনায় শোক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক মিনিটের নীরবতা পালন
2025-07-22
উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের স্মরণে বিচার কাজ শুরু হওয়ার আগে এক মিনিট নীরবতা পালন করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় এই গভীর শোকের মুহূর্তে দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে এ নীরবতা পালন করা হয়। সুপ্রিম কোর্টের এক বার্তায় বলা হয়েছে, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে দিনের বিচার কার্যক্রম শুরু হওয়ার পূর্বে এক মিনিট নীরবতা পালন করার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি নির্দেশ প্রদান করেছেন।