আর্কাইভ
লগইন
হোম
পেঁয়াজ
কমেছে আলু, পেঁয়াজ ও সবজির দাম
রাজধানীর বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় সবজি কিনে স্বস্তি মিলছে নগরবাসীর। রাজধানীর বাজারগুলোতে গত সপ্তাহের তুলনায় শীতকালীন সবজি কেজিতে ২০ থেকে ৫০ টাকা কমেছে। একইসঙ্গে কমেছে পেঁয়াজ ও নতুন আলুর দাম। তবে মাছ ও মুরগির বাজার স্থিতিশীল রয়েছে। গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের মতে পাইকারি বাজারে সবজির সয়লাব হয়ে গেছে। প্রতিদিনই সবজির দাম কমছে। তবে এসময় গ্রীষ্মকালীন সবজিও বাজারে আসছে বলেও তারা উল্লেখ করেন।
2025-12-20