আর্কাইভ
লগইন
হোম
বান্দরবান
ভ্রমনে দূরে কোথাও যাচ্ছেন?
ভ্রমণের সময় অনেকেই নানা ধরনের সমস্যায় আক্রান্ত হন। অনেকের দূরে কোথাও যাওয়ার কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে। ভয়ে বুক হিম হয়ে যায়। অনেকের মাথা ঘোরায়, অনেকের আবার বমিও হয়। অনেকে আবার ছোট ছেলে-মেয়েকে নিয়ে পড়েন মহাবিপকে। তবে একটু খেয়াল করলে এবং কিছুটা সচেতন হয়ে সামান্য কয়েকটা বিষয় মনে রাখলেই এই বিপাক থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে আপনার ভ্রমণটাও হয়ে উঠবে অনেক আনন্দদায়ক।
1 দিন আগে
বান্দরবানের লামায় উদ্বোধন হলো মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি
বান্দরবানের লামায় উদ্বোধন হলো মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি
2025-04-22
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জাভ্যালি উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) রিসোর্টটি উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যুগ্মসচিব সালেহা বিনতে সিরাজ। ডউদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন। এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মাজহারুল ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)- এর প্রেসিডেন্ট রাফিউজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) মো. মনিরুজ্জামান মাসুদ, পরিচালক আবু হানিফ মেঘমায়া ইকো রিসোর্ট মিরিঞ্জা এবং পরিচালক, মো ইসমাইল আমিন, গাঙচিল ট্যুরিজম।