বান্দরবানের আলীকদমে নারী পর্যটকের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরও ১ জন
বান্দরবান জেলার আলিকদম উপজেলায় বেড়াতে আসা নিখোঁজ পর্যটকদের মধ্যে স্মৃতি আক্তার (২৩) নামে এক নারী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (১৩ জুন) দুপুর ১২টা নাগাদ মাতামুহুরি নদী সংলগ্ন আমতলী ঘাট এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে আলীকদম থানায় খবর দিলে পুলিশ গিয়ে নারী পর্যটকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধার হওয়া মরদেহের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী, তার নাম স্মৃতি আক্তার। তিনি ময়মনসিং জেলার নানদাইল উপজেলার ভাটি গ্রামের মো. হাবিবুর রহমানের মেয়ে।