আর্কাইভ
লগইন
হোম
বিসিবি
সহকারী কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন সালাউদ্দিন
মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ালেন। সালাউদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে বর্তমানে দুবাইয়ে আইসিসির মিটিংয়ে থাকা; বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন।’ গত বছরের ০৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দেন। তার সঙ্গে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল। তবে তিনি ব্যক্তিগত কারণে ঠিক একবছর পূর্ণ হওয়ার পরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
1 দিন আগে
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
‘দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেব’ : ঢাকা ক্যাপিটালস
2025-08-19
সর্বশেষ বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এই তদন্তে এখন পর্যন্ত ৩টি ফ্র্যাঞ্চাইজির নাম এসেছে অভিযুক্ত হিসেবে, যার মধ্যে আছে ঢাকা ক্যাপিটালসও। গতকাল সোমবার (১৮ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যম এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর আজ নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে ঢাকা ক্যাপিটালস। সেখানে তারা জানায়, তদন্ত শুরুর পর থেকেই বিসিবির স্বাধীন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখা হয়েছে এবং যে কোনো তথ্য চাওয়া হলে তা সরবরাহ করা হয়েছে। তদন্তে তারা পূর্ণ সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
বিসিবি দুর্নীতি ঠেকাতে সাবেক আইসিসি কর্মকর্তাকে নিয়োগ দিলো
2025-08-11
বিসিবি দুর্নীতি দমন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এক বছরের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক অ্যান্টি-করাপশন ইউনিট (এএসিইউ) প্রধান অ্যালেক্স মার্শাল। গত শনিবার (০৯ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৬ ঘণ্টাব্যাপী বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সিদ্ধান্ত হয়। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা অ্যালেক্স মার্শালকে এক বছরের জন্য নিয়োগ দিয়েছি, কারণ আমাদের মনে হয়েছে এএসিইউ কার্যক্রম আরও জোরদার করা দরকার। অভিযোগ অনেক আসছে, তাই হাত গুটিয়ে বসে থাকলে হবে না। জনবল বাড়ানো, সঠিক প্রশিক্ষক আনা এবং কার্যক্রমকে আরও কার্যকর করতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে।’