আর্কাইভ
লগইন
হোম
যৌন হয়রানির অভিযোগ: ৪ কর্মকর্তাকে ওএসডি করলো বিসিবি
যৌন হয়রানির অভিযোগ: ৪ কর্মকর্তাকে ওএসডি করলো বিসিবি
দ্য নিউজ ডেস্ক
নভেম্বর ০৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
9 ঘন্টা আগে
দেশে চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হ‌ওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাব মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে ৫ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়ে যায়। অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনও উদ্ধার সম্ভব হয়নি। এতে আরও বলা হয়েছে, এই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র সন্ত্রাসীদের হাতে থাকায় আসন্ন সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থীদের জীবন চরম হুমকির মুখে পড়েছে। এরই মধ্যে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ উসমান হাদির সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এই নির্বাচন রক্তক্ষয়ী হবে। এছাড়া নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মো. সানাউল্লাহ বক্তব্য দিয়েছেন, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা অত্যন্ত জরুরি।
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
আবারও ট্রফিশূন্য মৌসুমের শঙ্কায় ক্রিস্টিয়ানো রোনালদো
10 ঘন্টা আগে
মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।মধ্যপ্রাচ্যের ফুটবলে যোগ দেওয়ার ৩ বছর পার হতে চললেও ক্রিস্টিয়ানো রোনালদোর ট্রফি ভাগ্য যেন খুলছেই না। সৌদি প্রো লিগের অলিখিত ‘শিরোপা নির্ধারণী’ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে ৩-১ গোলে হেরে আবারও ট্রফিশূন্য মৌসুমের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আল নাসর। এই হারের ফলে ১৪ ম্যাচ শেষে শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়ল রোনালদোর দল। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। প্রথমার্ধে কিংসলে কোমান ও রোনালদোর জুটিতে বেশ কিছু সুযোগ তৈরি করে তারা। ম্যাচের ৪২ মিনিটে কোমানের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ৪০ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। এই মৌসুমে সব মিলিয়ে এটি ছিল রোনালদোর ১৬তম গোল। তার গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর।
২০২৬ বিশ্বকাপ ট্রফি দেখে জামাল ভূঁইয়া বললেন ‘জোশ’
২০২৬ বিশ্বকাপ ট্রফি দেখে জামাল ভূঁইয়া বললেন ‘জোশ’
10 ঘন্টা আগে
টেলিভিশনের পর্দায় নয়, এবার সরাসরি চোখের সামনে সেই কাঙ্ক্ষিত সোনালি ট্রফি। বিশ্বজয়ী কিংবদন্তিদের স্পর্শ পাওয়া ১৮ ক্যারেট খাঁটি সোনার ট্রফিটি যখন ঢাকার মাটিতে, তখন রোমাঞ্চ আর শিহরণে আচ্ছন্ন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আজ বুধবার (১৪ জানুয়ারী) সকালে কোকা-কোলার সৌজন্যে বাংলাদেশে এসেছে ২০২৬ বিশ্বকাপের এই শিরোপা। ট্রফি বরণ করে নেওয়ার রাজকীয় আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। প্রথমবার কাছ থেকে ট্রফি দেখার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল একদম ‘জোশ’! প্রথমবার বিশ্বকাপ ট্রফি সামনাসামনি দেখলাম, দারুণ লাগছে। আমি ভেবেছিলাম ট্রফিটা হয়তো ছোট, কিন্তু এটা বেশ বড়। জানলাম এর ওজন প্রায় ৭ কেজি খাঁটি স্বর্ণের।’ ট্রফি নিয়ে আসার সময় সঙ্গী হিসেবে ছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি গিলবার্তো সিলভা।