আর্কাইভ
লগইন
হোম
আপিল বিভাগ
আলোচিত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় ফারাবীর জামিন বহাল
আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঐ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল রোববার (১০ আগস্ট) ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। ফারাবীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সঙ্গে ছিলেন আইনজীবী মোহিনুর রহমান ও ওমর ফারুক। আইনজীবীদের ভাষ্য, এই মামলায় ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অপর ৪ আসামির কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। ফারাবী প্ররোচনা দিয়েছেন-কোনো সাক্ষী তা বলেননি।
2025-08-11
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম
মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম
2025-02-26
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন। মামলাটি পরবর্তী শুনানির জন্য আগামী ২২ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর পূর্বে এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়। আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেছেন আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার নাজিব মোমেন তাকে সহযোগিতা করেন। এর পূর্বে মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়।