আর্কাইভ
লগইন
হোম
কলকাতা
বাংলাদেশের জন্য যে দুই ভেন্যুতে ম্যাচ সরানোর কথা ভাবছে আইসিসি
আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ স্থানান্তর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। তবে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর সম্ভাবনা খুব একটা দেখছে না আইসিসি। এরইমধ্যে বিকল্প ভেন্যু হিসেবে ভারতের তামিলনাড়ু ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ শুরু করেছে আইসিসি। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়াম এবং থিরুভানান্থাপুরমের ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের বিষয়টি বিবেচনায় রয়েছে। চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বর্তমানে ৮টি পিচ প্রস্তুত থাকায় অতিরিক্ত ম্যাচ আয়োজন সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ম্যাচ সূচি অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো রয়েছে-০৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ০৯ ফেব্রুয়ারি কলকাতায় ইতালির বিপক্ষে, ১৪ ফেব্রুয়ারি কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে শেষ ম্যাচ। 
2 দিন আগে
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর
2025-11-26
বাংলাদেশের রাজধানী ঢাকা জনসংখ্যার দিক থেকে বিশ্বের নবম অবস্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যে গতিতে ঢাকার জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই হবে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। টোকিওকে তিনে ফেলে ঢাকা উঠেছে দুইয়ে। আজ বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা। এর পূর্বে বিশ্বের বৃহৎ শহরের শীর্ষে ছিল জাপানের রাজধানী টোকিও। তবে টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। সবশেষ ২০০০ সালের দিকে জাতিসংঘ টোকিওকে সবচেয়ে বড় শহর হিসেবে চিহ্নিত করেছিল। এবার তাদের পেছনে ফেলেছে জাকার্তা।