আর্কাইভ
লগইন
হোম
সোমবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার ৭২
সোমবারের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার ৭২
দ্য নিউজ ডেস্ক
April 09, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
ইউরোপিয়ান ফুটবল থেকে ইসরায়েলকে বহিষ্কারের পথে উয়েফা
9 ঘন্টা আগে
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রেক্ষাপটে ইসরায়েলকে সব ইউরোপিয়ান ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার বিষয়ে ভোট গ্রহণ করতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। আগামিকাল মঙ্গলবার এ নিয়ে নির্বাহী কমিটির বৈঠক বসবে বলে জানিয়েছে ইসরায়েলের চ্যানেল ১২। ভোটে বহিষ্কার প্রস্তাব গৃহীত হলে ইসরায়েল জাতীয় দলকে ইউরোপিয়ান কোয়ালিফায়ার থেকে বাদ দেওয়া হবে। পাশাপাশি মাকাবি তেল আবিবের মতো ক্লাবগুলোও ইউরোপা লিগে খেলতে পারবে না। খবরে বলা হয়েছে, উয়েফাকে ভোটে যেতে বাধ্য করার জন্য তীব্র প্রচারণা চালাচ্ছে কাতার, যারা সংস্থাটির বড় আর্থিক সহযোগী।
এবার পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো
এবার পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো
12 ঘন্টা আগে
যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঞ্জেল এক ঘোষণায় বলেন, পর্তুগিজ সরকার এখন থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। খবর রয়টার্সের। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পূর্বে এক সংবাদ সম্মেলনে পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়া পর্তুগিজ পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক। পাওলো রাঞ্জেল বলেন, পর্তুগাল একটি ন্যায্য ও স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে একটি টেকসই পথ হিসেবে মনে করে। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে তিনি বলেন, হামাস গাজায় বা এর বাইরে কোনো ধরনের নিয়ন্ত্রণ রাখতে দেওয়া যাবে না। সব জিম্মিদের মুক্তি দাবি করেন তিনি।
ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেল ৭৫ ফিলিস্তিনির
ইসরাইলি হামলায় গাজায় প্রাণ গেল ৭৫ ফিলিস্তিনির
16 ঘন্টা আগে
অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।  এই নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় চলা ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৬৫,২৮৩ জন ফিলিস্তিনি নিহত হলেন। গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫ জনের মৃতদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে, যাদের মধ্যে ৪ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ইসরাইলি হামলায় আরও ৩০৪ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৬,৫৭৫ জনে। এতে বলা হয়েছে, ‘অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন কিন্তু উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’