আর্কাইভ
লগইন
হোম
এআই-ডেটা সেন্টার সচলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি মেটার
এআই-ডেটা সেন্টার সচলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি মেটার
দ্য নিউজ ডেস্ক
June 06, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
এবার কথোপকথনের ভিত্তিতে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দেখানো হবে
1 দিন আগে
এবারে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সঙ্গে কথোপকথনের ওপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানোর পরীক্ষা শুরু করতে যাচ্ছে। এই পরীক্ষাটি প্রথমে যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক, লগইন করা ফ্রি ব্যবহারকারীদের জন্য চালু হবে। ওপেনএআই জানিয়েছে, নতুন মাসিক ৮ ডলারের ‘গো’ সাবস্ক্রিপশনেও বিজ্ঞাপন দেখানো হবে। তবে ২০ ডলারের ‘প্লাস’, ২০০ ডলারের ‘প্রো’ এবং ব্যবসায়িক গ্রাহকরা বিজ্ঞাপন থেকে মুক্ত থাকবেন। প্রথমে চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন যুক্ত করার প্রতি অনীহা প্রকাশ করলেও, বৃহৎ খরচ সামলাতে এবং নতুন আয়ের উৎস তৈরি করতে ওপেনএআই এই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ৮ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত অবকাঠামোতে প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার ব্যয় হবে।
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে
যেসব সুবিধা থাকছে চ্যাটজিপিটির অনুবাদের নতুন টুলে
2 দিন আগে
এবার ওপেনএআই প্ল্যাটফর্ম 'চ্যাটজিপিটি ট্রান্সলেট' নামক একটি নতুন টুল চালু করেছে, যা ব্যবহারকারীদের একই লেখাকে ভিন্নভাবে অনুবাদ করার সুযোগ প্রদান করবে। এই টুলের মাধ্যমে সহজেই যেকোনো ভাষার লেখা ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করা সম্ভব হবে। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, নতুন টুলটি গুগল ট্রান্সলেটরের মতো কাজ করে, তবে এর কার্যকারিতায় কিছু পার্থক্য রয়েছে। ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি মূলত ওয়েব সংস্করণে চালু হয়েছে। যদিও চ্যাটজিপিটিতে আগে থেকেই ভাষার অনুবাদের সুবিধা ছিল, তবে এই টুলটি বিশেষভাবে আলাদা এবং ব্যবহারকারীরা এটি ভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এই টুলে, ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী অনুবাদের ভাষার ধরন নির্বাচন করতে পারবেন। যেমন, ব্যবসায়িক বা আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের জন্য উপযোগী ভাষায় অথবা শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা অনুবাদ করতে পারবেন। এর মানে, চ্যাটজিপিটি ট্রান্সলেট টুলটি শুধু ভাষা পরিবর্তনই নয়, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরনকে গুরুত্ব দিয়ে অনুবাদ করে।
বাংলাদেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম
বাংলাদেশে বন্ধ হলো ৮৮ লাখের বেশি সিম
6 দিন আগে
দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত সুরক্ষা দিতে গ্রাহকপ্রতি ১০টির বেশি সিমকার্ড বাতিল করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে দেশের ৮৮ লাখেরও বেশি সিমকার্ড বন্ধ হয়েছে। আরও এক লাখ সিম মামলাসংক্রান্ত কারণে আটকে রয়েছে। এর প্রভাব পড়েছে মোবাইল ব্যবহারকারী ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে গ্রাহক সংখ্যা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনা হলে এই খাতে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিটিআরসি সূত্রে জানা যায়, দেশের ক্রমবর্ধমান সাইবার অপরাধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছরের মাঝামাঝি সময়ে গ্রাহকের কাছে থাকা সিমকার্ড কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় নভেম্বর থেকে গ্রাহকের বিপরীতে ১০টির বেশি সিম বন্ধ করে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি থেকে সিমের সংখ্যা ৫টিতে নামিয়ে আনতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তবে গ্রাহকদের অসন্তোষ ও আন্দোলনের কারণে তা এখনই বন্ধ করা হবে না। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর বন্ধ করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য আসছে সুখবর!
বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য আসছে সুখবর!
2026-01-12
দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং সেক্টরকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ফ্রিল্যান্সারদের নিবন্ধন ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেবে সরকার। এই জন্য জাতীয় ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড কার্যক্রমের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পন্ন হয়েছে। আগামিকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হবে। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে। নিবন্ধিত ফ্রিল্যান্সাররা তাদের আইডি কার্ড দিয়ে ব্যাংকিং সেবা গ্রহণ, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, আর্থিক প্রণোদনা, সরকারি ও বেসরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সহজে লাভ করতে পারবেন।