কলেজ শিক্ষার্থীদের জন্য ফ্রি গুগলের এআই প্রিমিয়াম সেবা
তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জগতে আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিয়েছে গুগল কর্তৃপক্ষ। কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য তারা ঘোষণা করেছে এক বছরের জন্য ফ্রি ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ সাবস্ক্রিপশন। যে কেউ ১৮ বছর বা তার বেশি বয়সি কলেজ শিক্ষার্থী, যাদের ই-মেইল ঠিকানায় ‘.edu’ রয়েছে, তারা ২০২৫ সালের ৩০ জুনের মধ্যে নিবন্ধন করলেই এই সুবিধা পাবেন।