আর্কাইভ
লগইন
হোম
রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন
রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন
দ্য নিউজ ডেস্ক
May 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
সচিবালয়ে অপরিচিতদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি
সচিবালয়ে অপরিচিতদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি
13 ঘন্টা আগে
সচিবালয়ে অপরিচিত দর্শনার্থীদের প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন। এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। এই কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে।
কড়াইল বস্তির হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে
কড়াইল বস্তির হাজারো মানুষ এখন খোলা আকাশের নিচে
14 ঘন্টা আগে
ঢাকার মহাখালী-সংলগ্ন কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নির্ঘুম রাত কাটিয়েছে হাজার হাজার ক্ষতিগ্রস্ত মানুষ। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে শুরু হওয়া আগুন ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৫ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় রাত ১০টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। সহায়-সম্বলহীন মানুষগুলো শীতের রাতে খোলা আকাশের নিচে আহাজারি আর উৎকণ্ঠায় সময় কাটায়। আগুন নেভার পর থেকেই শুরু হয়েছে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগের নতুন অধ্যায়। টিন, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঘরগুলো দ্রুত দগ্ধ হওয়ায় অনেকেই মূল্যবান জিনিসপত্র বের করার সুযোগ পাননি। যাদের ঘর পুড়েছে, তাদের অনেকেই এখন পথে বসেছেন।
গণভোট অধ্যাদেশ জারির পর গেজেট প্রকাশ
গণভোট অধ্যাদেশ জারির পর গেজেট প্রকাশ
16 ঘন্টা আগে
উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। গতকাল মঙ্গলবার (২৫শে নভেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়। এর পূর্বে, সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন দেওয়া হয়।  অধ্যাদেশে বলা হয়েছে- গণভোটে নাগরিকদের সামনে একটি নির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা হবে এবং ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত নেওয়া হবে। প্রশ্নটি হলো- ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন?’ 
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ
ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফশিল: ইসি সানাউল্লাহ
1 দিন আগে
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে পর্যবেক্ষকদের তালিকা দাখিল করতে হবে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপের বক্তব্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই কথা বলেন।