আর্কাইভ
লগইন
হোম
সুদুর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের মতবিনিময় সভা
সুদুর দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিদের মতবিনিময় সভা
দ্য নিউজ ডেস্ক
July 07, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
মালয়েশিয়ায় হুন্ডি কারবারে জড়িত ৬ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় হুন্ডি কারবারে জড়িত ৬ বাংলাদেশি আটক
20 ঘন্টা আগে
মালয়েশিয়ায় ৬ বাংলাদেশিকে আটক করেছে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দফতরের ইন্টেলিজেন্স অ্যান্ড স্পেশাল অপারেশনস বিভাগ। সংস্থাটির দাবি, আটককৃতরা হুন্ডি কারবারে জড়িত। আটক হওয়াদের মধ্যে হুন্ডি কারবারের মূল হোতাও রয়েছে। তারা ক্লাং উপত্যকার আশেপাশের বাংলাদেশিদের লক্ষ্য করে কাজ করে আসছিল। গতকাল সোমবার (২৮ জুলাই) ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেন, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অপারেশন বিভাগের কর্মকর্তাদের একটি দল গত ২৭ জুলাই ৪টি পৃথক স্থানে  বিশেষ অভিযান পরিচালনা করে। জনসাধারণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হওয়া অভিযানের সময় একজন বাংলাদেশিকে আটক করা হয়, যাকে মূল পরিকল্পনাকারী বলে মনে করা হচ্ছে। এছাড়া ৫ জন বাংলাদেশিকেও আটক করা হয়েছে, যারা গ্রাহক বলে মনে করা হচ্ছে।
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ
20 ঘন্টা আগে
মাত্র চার দিনের বেশি সময় পাল্টাপালটি হামলার পর থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতিতে স্বাগত জানায়। বিবৃতিতে বলা হয়েছে, কোনো শর্ত ছাড়া থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় বাংলাদেশ স্বাগত জানায়। সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনার মধ্যস্থতার জন্য আসিয়ান চেয়ার মালয়েশিয়ার প্রশংসা করছে বাংলাদেশ। এছাড়া, এ যুদ্ধবিরতিতে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার অন্যান্য যেসব বন্ধুদের ভূমিকা রয়েছে তাদেরও প্রশংসা করছে বাংলাদেশ।
ফিলিপাইনে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল
ফিলিপাইনে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল
1 দিন আগে
ফিলিপাইনে আয়োজিত আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৬তম আসরে ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ দল। ব্রোঞ্জ পদকজয়ী ৩ জন হলেন- সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আরিজ আনাস, মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ফারাবিদ বিন ফয়সাল ও নটরডেম কলেজের হা-মীম রহমান। এই ৩ ব্রোঞ্জ পদকজয়ীর সঙ্গে দলে আরও ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মারজান আফরোজ। দলনেতা হিসেবে সঙ্গে ছিলেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক রাখহরি সরকার এবং সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মৃত্যুঞ্জয় কুন্ডু। এই আসর বসে গত ২০-২৭ জুলাই, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায়। গতকাল রোববার (২৭ জুলাই) শেষ হওয়ার কথা থাকলেও একদিন আগেই ফলাফল ঘোষণা করা হয়েছে।
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
এদেশের ফুটসাল নিয়ে আশাবাদী ইরানি কোচ
1 দিন আগে
হামজা চৌধুরী ও সামিত সোমের আগমনের পর নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে বাংলাদেশের ফুটবলে। স্ট্যান্ডার্ড ফুটবলের পাশাপাশি সেই জোয়ার ছুঁয়ে গেছে ফুটসালেও। এতদিন উপেক্ষিত থাকা এই খেলার বিকাশে বড়সড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই যাত্রার সূচনাতেই আন্তর্জাতিক মানের এক কোচকে দায়িত্বে এনেছে সংস্থাটি; ইরানের সাঈদ খোদারাহমি। গত শনিবার (২৬ জুলাই) রাতে ঢাকায় এসে রোববার সংবাদ সম্মেলনে হাজির হন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমানের সঙ্গে বসে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আবেগভরা কণ্ঠে বলেন, ‘বাংলাদেশে আজ ফুটসালের জন্ম হয়েছে। এটি এখনো শিশু, আর ইরান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্ববিদ্যালয়। এই শিশুকে বড় করে তোলার দায়িত্ব আমি নিতে চাই।’