আর্কাইভ
লগইন
হোম
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরলেন
লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরলেন
দ্য নিউজ ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
পর্তুগালের লিসবনে বাংলাদেশি যুবককে ছুরিকাঘাতে হত্যা
5 ঘন্টা আগে
পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত কোস্টা দা কাপারিকায় শামীম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত শামীমের বাড়ি কুমিল্লা জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শামীম হোসেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো তিনি সেদিনও নিজের সাইকেল নিয়ে কাজে যান। দোকানের সামনেই সাইকেলটি পার্কিং করে রাখার কিছুক্ষণ পর এক আফ্রিকান বংশোদ্ভূত ব্যক্তি সাইকেলটি চুরি করে পালানোর চেষ্টা করেন।
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
ভুয়া ওয়ার্ক পারমিটে পূর্ব ইউরোপের শ্রমবাজারে সর্বনাশ
2 দিন আগে
সম্প্রতি ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসা আবেদনের ফলে পূর্ব ইউরোপের দুই দেশে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশ সার্বিয়া ও উত্তর মেসিডোনিয়ার ভিসা আবেদনে ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহারের প্রমাণ পেয়েছে দেশ দুইটির দূতাবাস। ইতোমধ্যে তারা বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ করেছে। এসব জালিয়াতি না থামালে ভিসা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস। দুই দেশের কূটনৈতিক সূত্র জানায়, উত্তর মেসিডোনিয়ায় দূতাবাসে ভিসার আবেদন করা ৯০ শতাংশ বাংলাদেশি কর্মীর ওয়ার্ক পারমিট ভুয়া। সার্বিয়ার ক্ষেত্রেও একইচিত্র। দুই মাস যাবৎ বাংলাদেশি কর্মীদের জন্য কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করছে না দেশ দুইটি। তবু নিয়মিত এসব ভুয়া ওয়ার্ক পারমিট ব্যবহার করে ভিসার আবেদন আসছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা বন্ধ করা হবে।
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
ইউরোপে পড়তে এসে ডিগ্রি নিতে পারছেন না অনেক বাংলাদেশি শিক্ষার্থী
3 দিন আগে
বিকাশ সরকার (ছদ্মনাম) সম্প্রতি জার্মানির একটি শিক্ষার্থী গ্রুপে নিজের সমস্যার সমাধান চেয়ে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, তিনি জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্প্রতি তিনি পর পর ৩বার একই কোর্সে অকৃতকার্য হয়েছেন। বিশ্ববিদ্যালয় তাকে নতুন করে আর পড়ালেখার সুযোগ দেবে না। এমতাবস্থায় সে কি জার্মানিতে থাকতে পারবে ? উত্তরে অনেকে লিখেছেন, পারবেন না কিংবা নতুন করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। জার্মানির একাধিক শহরে অবস্থানরত বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, বেশিরভাগ শহরেই কিছু শিক্ষার্থীদের চিত্র এমনই। এমন শিক্ষার্থীদের সংখ্যা বেশি না হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা অভিবাসন কর্তৃপক্ষ যখন বাংলাদেশি অকৃতকার্য শিক্ষার্থীদের এমন তালিকায় দেখেন তখন ভাবমূর্তি নিয়ে সংকটে পড়ে বাংলাদেশি অন্য শিক্ষার্থীরা। নেতিবাচক ধারণা তৈরি হয় বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার মান নিয়ে।
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলো
প্রতারণার শিকার ৩০৯ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলো
4 দিন আগে
প্রতারণা ও পাচারের শিকার ৩০৯ বাংলাদেশি নাগরিক লিবিয়া থেকে দেশে ফিরেছেন। গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই ওয়া ইন্টারন্যাশনাল পরিচালিত একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ উদ্যোগে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর কর্মকর্তারা তাদের স্বাগত জানান। বিমানবন্দর প্রবাসী কল্যাণ ডেস্কের (বিএমইটি) সহকারী পরিচালক মোহাম্মদ শাহেদ হোসেন জানান, দেশে ফেরা প্রত্যেককে আইওএমের পক্ষ থেকে ৬ হাজার টাকা করে নগদ সহায়তা ও খাবার দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ডেস্ক থেকেও তাদের সার্বিক সহায়তা দেওয়া হয়।