আর্কাইভ
লগইন
হোম
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
থালাপতি বিজয়ের শেষ সিনেমা মুক্তির আগেই রেকর্ড গড়লো
দ্য নিউজ ডেস্ক
January 03, 2026
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম
এবার অভিনয় জগতে নাম লেখালেন মেঘনা আলম
7 ঘন্টা আগে
আন্তর্জাতিক ও দেশীয় সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দেওয়া মিস আর্থ মেঘনা আলম এবার প্রথমবার টেলিভিশনে অভিনয় করতে যাচ্ছেন। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মহল্লা’-তে তিনি রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন। এই চরিত্রটি একটি নির্দিষ্ট মিশন নিয়ে পর্দায় উপস্থিত হবে এবং মিশন শেষে তিনি আবার নিজের জায়গায় ফিরে যাবেন। প্রথম দৃশ্যে তিনি অভিনেতা রকি খানের সঙ্গে ধাক্কা লাগার মাধ্যমে এক মজার মুহূর্ত সৃষ্টি করেছেন। মেঘনা আলমকে নাটকের ২৭তম পর্বে দেখা যাবে, যা ০৩ জানুয়ারি, শনিবার রাত ৮.৪০ মিনিটে প্রচারিত হবে। মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ হওয়ার আগে আমি মিডিয়া বা বিনোদন জগতে কাজ করিনি। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। শৈশব থেকেই স্বপ্ন ছিল- একদিন দেশের সেরা সুন্দরীর মুকুট পরে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো। ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের লেখা ‘মহল্লা’ সিরিয়ালে অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল। মিডিয়ায় আমার জনপ্রিয়তা ও হাইপের কারণে অনেকেই আমাকে অভিনেত্রী হিসেবেই চেনেন, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে। সেই প্রেক্ষাপটে বৈশাখী টিভির পক্ষ থেকে যখন ‘মহল্লা’-তে অভিনয়ের প্রস্তাব আসে, তখন মনে হলো একবার চেষ্টা করা যাক। ফরিদুল ভাই স্ক্রিপ্ট শোনানোর পর আগ্রহ আরও বেড়ে যায়, কারণ চরিত্রটি আমার সম্পর্কে ছড়িয়ে থাকা নানা গুজবের সঙ্গে মিলে যায়। মজার ছলেই আমি কাজটি করার সিদ্ধান্ত নিই।’
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
২০২৬ সালে বাংলাদেশের যতগুলো ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে
8 ঘন্টা আগে
এই নতুন বছরের শুরুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারিতে কোনো খেলা না থাকলেও আগামী ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ২০২৬ সালের আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে টাইগাররা। এই বিশ্বকাপ আসরটির যৌথভাবে দুই আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। আগামী ০৭ ফেব্রুয়ারি থেকে ০৮ মার্চ পর্যন্ত চলমান এই আসরের ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপে থাকা বাকি দুই দেশ নেপাল ও ইতালি। এই মেগা ইভেন্ট শেষ করেই ভারত-অস্ট্রেলিয়াসহ ক্রিকেটের বাঘা বাঘা সব দলের বিপক্ষে সিরিজ খেলতে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে দ্বিপাক্ষিক সিরিজে টাইগারদের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। মার্চে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের সঙ্গে সিরিজ শেষে ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট ম্যাচ খেলতে আবারও পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
২০২৫-এ শোবিজ জগতের যেসব নক্ষত্র হারিয়ে গেছেন
2 দিন আগে
মানুষ জন্মালে মৃত্যুর স্বাদ নিতেই হবে। তবে কিছু মানুষের প্রস্থান অপূরণীয় ক্ষতি। গত ২০২৫-এ দেশের শোবিজের এমন অনেককেই হারিয়েছি আমরা। চলচ্চিত্র, সংগীত, নাটক ও সামগ্রিক সাংস্কৃতিক পরিমণ্ডলের এমন কিছু নক্ষত্রের নামই পাঠকদের জন্য তুলে ধরা হলো। অঞ্জনা রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান গত বছরের ০৪ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি। ‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। গত শতাব্দীর ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন অঞ্জনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
তার এ মৃত্যুতে মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত
তার এ মৃত্যুতে মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত
3 দিন আগে
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়ে পোস্ট দিয়েছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। তিনি বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। খালেদা জিয়ার একটি ছবি প্রকাশ করে হানিফ সংকেত লেখেন, সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চির বিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার অবদান তুলে ধরে হানিফ সংকেত লেখেন, তার এ মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।