আর্কাইভ
লগইন
হোম
হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন
হিরো আলম দুধ দিয়ে গোসল করে রিয়া মনিকে তালাক দিলেন
দ্য নিউজ ডেস্ক
October 19, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিন: ৩০ শহরে চলচ্চিত্র উৎসব!
বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিন: ৩০ শহরে চলচ্চিত্র উৎসব!
2 ঘন্টা আগে
আগামী ০২ নভেম্বর ৬০তম জন্মদিন উদযাপন করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তার জন্মদিনের আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারত জুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া! শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল। মূলতঃ শাহরুখের জীবনটাই যেন একটা সিনেমার মতো। সিনেমাতেই তার বেঁচে থাকা। তাইতো আগামী মাসেই অর্থাৎ ০২ নভেম্বর তার ৬০তম জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। জানা গেছে, শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ ধরে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট সিনেমা। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমাহলে গিয়ে তার পুরনো সিনেমাগুলোও দেখার সুযোগ পাবেন। এই বিষয়ে আরও জানা যায়, এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো সিনেমাগুলো।
অবশেষে এবার মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
অবশেষে এবার মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
1 দিন আগে
অবশেষে এবার মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাচ্ছে সিনেমাটি। এই সিনেমার কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন- সাদিকা পারভিন পপি ও আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি। আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে।
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
1 দিন আগে
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’। তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।
”ইএসপিএন ক্রিকইনফো” জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ
”ইএসপিএন ক্রিকইনফো” জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ
2 দিন আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িক বন্ধ করেছে বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই কথা জানান। এর পূর্বে, গত সোমবার (১৩ অক্টোবর) অনলাইন জুয়া বন্ধে ক্রিকইনফোকে ইমেইল করা হয়েছে বলে জানিয়েছিলেন বিশেষ সহকারী। তিনি লেখেন, দেশের সব পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল, ডিজিটাল বিজ্ঞাপন সংস্থা, কনটেন্ট ক্রিয়েটর ও সেলিব্রেটিদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা কোনোভাবেই জুয়া, বেটিং, পর্নোগ্রাফি বা অনৈতিক পণ্য ও সেবার প্রচারে অংশগ্রহণ না করেন এবং এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকেন।