আর্কাইভ
লগইন
হোম
অপরাধীদের সরকার ধরছে না কেন? : তারেক রহমান
অপরাধীদের সরকার ধরছে না কেন? : তারেক রহমান
দ্য নিউজ ডেস্ক
July 13, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না’: জামায়াতে ইসলামী
‘সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না’: জামায়াতে ইসলামী
11 ঘন্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজদের কাছে জামায়াতে ইসলামী দেশ ছেড়ে দেবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক, লুটেরা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত করবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতোই আরেকদল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে। নিজেরাই নিজেদের দলীয় নেতাকর্মীদের নৃশংসভাবে খুন করছে। তারা প্রতিদিন নির্বাচন চাইলেও সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছেন না। কারণ সন্ত্রাস, চাঁদাবাজ, ধর্ষক, খুনি তাদেরই পালিত।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র স্বারকলিপি
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র স্বারকলিপি
1 দিন আগে
বাংলাদেশের রক্তাক্ত ছাত্র-জনতার অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’ যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি প্রদান করেছে। লন্ডনে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মো. ওয়ারিসুল ইসলামের সঙ্গে এক দীর্ঘ বৈঠকে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’-এর নেতৃবৃন্দ ১৩ দফা দাবিসহ, ‘জুলাই সনদ’ এবং প্রবাসীদের ভোটাধিকার সংক্রান্ত সুপারিশসমূহ তুলে ধরেন। স্মারকলিপিতে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য পৃথক অনুলিপি প্রদান করা হয়, যা হাইকমিশনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর অনুরোধ জানানো হয়।
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? : বাঁধন
1 দিন আগে
ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী চাঁদ ওরফে সোহাগ (৩৯) নৃশংস হত্যার ঘটনায় দেশ জুড়ে চলছে প্রতিবাদ। এ ঘটনা নাড়া দিয়েছে দেশের শোবিজ অঙ্গনের তারকাদেরও। ইতোমধ্যেই প্রতিবাদ জানিয়েছেন অনেক তারকা। অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কণ্ঠেও ফুটে উঠল তীব্র প্রতিবাদ ও হতাশা। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ অভিনেত্রী এই ক্ষোভ জানান। বাঁধনের পোস্টে লিখেন, ‘এটা এক ধরনের মর্মান্তিক ছবি। কারো হত্যা হতে দেখা, যেখানে বাকি সবাই দাঁড়িয়ে দেখছে। কিছুই করছে না। এটা কীভাবে সম্ভব? কী ধরনের দেশে আমরা বেঁচে আছি? মানুষ দাঁড়িয়ে দেখল। কিন্তু কেউ এগিয়ে গেল না। কতটা ভয়াবহ?’ অভিনেত্রী বলার ভাষা হারিয়ে ফেলেছেন জানিয়ে লিখেন, ‘আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। এটা কি আর কেউ অনুভব করছেন? মনে হচ্ছে না আমরা যেন নরকে বাস করছি? আর সরকার? সবসময়কার মতোই নিশ্চুপ। তারা কোথায়? কথা বলে না কেন? কিছু করে না কেন?’
সত্য উদঘাটনে সহায়তার শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমার বিবেচনা: ট্রাইব্যুনাল
সত্য উদঘাটনে সহায়তার শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমার বিবেচনা: ট্রাইব্যুনাল
1 দিন আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ‘রাজসাক্ষী’ হওয়া সাবেক পুলিশপ্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন। তবে এর জন্য জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে নিজের এবং প্রধান ও সহযোগী অভিযুক্তদের অপরাধের সত্য তথ্য প্রকাশ করতে হবে তাকে। আজ শনিবার (১২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়। ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকা হবে। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। গত ১০ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল।