আর্কাইভ
লগইন
হোম
সাংগঠনিক ব্যবস্থা
অপরাধীদের সরকার ধরছে না কেন? : তারেক রহমান
দলীয় পরিচয়ের কেউ অপরাধ করলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী চালায় সরকার। তারা কেন অপরাধীদের ধরছে না? গতকাল শনিবার (১২ জুলাই) বিকেলে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষ্যে  শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গত বুধবার (০৯ জুলাই) পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ ওরফে লাল চাঁদকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, পুরান ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে, তার সঙ্গে হয়তো যুবদলের সম্পর্ক আছে। কিন্তু যে খুন করেছে, আমরা যে খবর পেয়েছি, তাকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। ধরা হলো অন্যদের। তাকে আসামিও এখন পর্যন্ত করা হয়নি বোধ হয়। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না?
18 ঘন্টা আগে