আর্কাইভ
লগইন
হোম
রোনালদো পরিবারকে যে কারণে নতুন দেহরক্ষী নিয়োগ করতে হলো
রোনালদো পরিবারকে যে কারণে নতুন দেহরক্ষী নিয়োগ করতে হলো
দ্য নিউজ ডেস্ক
April 09, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আবারও অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হলো নেইমারকে
আবারও অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়তে হলো নেইমারকে
9 ঘন্টা আগে
আজ সান্তোসে বিশেষ ম্যাচেই মাঠে নেমেছিলেন নেইমার। ক্লাবটির মাঠে নিজের ১০০তম ম্যাচ রাঙাতে শুরুর একাদশেই ছিলেন এই ব্রাজিলিয়ান হিরো । তবে এই উপলক্ষ্য রাঙানোর আগেই পুরোনো চোট ঝেঁকে বসল। অশ্রুসিক্ত চোখেই তাকে ছাড়তে হলো মাঠ। নেইমারের এই বিশেষ ম্যাচ নিয়ে উত্তেজনা কম ছিল না ভক্ত-সমর্থকদেরও। গ্যালারিতে তারা ভিড় করে এই ব্রাজিলিয়ানের ম্যাজিক দেখার জন্য। তবে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে নামার আগে দেখা যায় দুই উরুতেই টেপ পেচিয়েছেন তিনি। ৩৪তম মিনিটে গিয়ে খান বড় ধাক্কা। বাঁ উরুতে হাত রেখে খোড়াতে থাকেন তিনি। বদলির জন্য নির্দেশ করেন মাঠ থেকেই। তখনই বসে পড়েন তিনি।
আইসিসির উদ্যোগ: আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে
আইসিসির উদ্যোগ: আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে
14 ঘন্টা আগে
আফগানিস্তানে নারী ক্রিকেট নিষিদ্ধ হয় তালেবানের হাতে ক্ষমতা আসার পর পরই। তারপর তারা অস্ট্রেলিয়ায় গিয়ে নির্বাসিত থাকে। সেখান থেকেই কয়েকবার আওয়াজ তোলে এই ক্রিকেটাররা। তবে এখনও কোনো  ভালো উদ্যোগ নেওয়া হয়নি। এবারে সুখবর পেতে যাচ্ছে তারা।  তাদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই, ইসিবি ও সিএ এক উদ্যোগ নিয়েছে। আইসিসির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড, ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব। ’  তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। ’