আর্কাইভ
লগইন
হোম
রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হলো
রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হলো
দ্য নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের বাড়ি ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব করেছিল
3 দিন আগে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। বাড়ি ভাড়া ৫০০ থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ সৃষ্টির পর এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য অতিরিক্ত অর্থ সংস্থান প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে গত বছরের ০৭ আগস্ট বেসরকারি পত্র (ডিও) দিয়েছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
পূজার ছুটি বৃদ্ধি দাবিতের খুবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
4 দিন আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা আগামী ০৯ অক্টোবর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছুটির দাবি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে তা ক্লাস বর্জনের ঘোষণা দেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ০৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে, তবে ক্লাস বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানানো হয়নি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষ্যে ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর পর্যন্ত ৯ দিন বন্ধ ছিল। বন্ধ শেষে ০৫ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা। তবে শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুবিতেও ছুটির সময়সীমা বাড়ানো হোক। এখনো যেহেতু পূজা শেষ হয়নি লক্ষ্মীপূজা রয়েছে। গত শনিবার (০৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘TWO ONE’ নামক ফেইসবুক পেইজ থেকে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। চতুর্থ বর্ষের আরেক শিক্ষার্থী তাপস দাস বলেন, যেহেতু দুর্গাপূজার সাথেই অনেক লক্ষ্মীপূজার সম্পর্ক রয়েছে, সেহেতু প্রশাসন আর দু একদিন বাড়াতে পারত। কিন্তু তাদের সাথে যোগাযোগ করেও আমরা সাড়া পাইনি। এছাড়া আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক দূরে থাকে তারা কিভাবে যথাসময়ে আসবে?
সারাদেশে দুর্গাপূজায় ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯
সারাদেশে দুর্গাপূজায় ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেফতার ১৯
2025-09-30
চলতি বছরের দুর্গাপূজা ঘিরে সারাদেশে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় ছোটোখাটো ৪৯টি ঘটনা ঘটেছে। তবে এসবের কোনোটিই বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি। আইজিপি বলেন, ঘটনাগুলো আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ পর্যন্ত থানায় ১৫টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে ১৯ জনকে। কী ধরনের ঘটনা ঘটেছে জানতে চাইলে আইজিপি জানান, কোনো কোনো ঘটনায় প্যান্ডেলে পানি ছোড়া, প্রতিমা হেলে পড়া, চাঁদা দাবি, প্রতিমা বহনের সময় ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া কিংবা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা-এমন ঘটনা ঘটেছে।