রাবি’র সনদ প্রদান প্রক্রিয়া আরও সহজ হলো
বিভিন্ন পরীক্ষার সাময়িক ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদানের সফটওয়ারসহ সামগ্রিক প্রক্রিয়া আরও আধুনিকায়ন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। আজ রোববার (১৩ এপ্রিল) সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।