আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ফখরুল
গতবছর চব্বিশের জুলাইয়ে রাজপথ যখন উত্তাল, তখন সেই প্রতিরোধের বাস্তব ইতিহাস উঠে আসে কলম ও ক্যামেরার ফ্রেমে। আন্দোলনের সেই দিনগুলোতে সাহসিকতা ও পেশাদার দায়িত্ববোধের স্বাক্ষর রাখায় ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার (লিড মোজো) এবং মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এমআরএ) সভাপতি ফখরুল ইসলাম। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠে থেকে মোবাইল, ক্যামেরা ও লেখনীর মাধ্যমে আন্দোলনের প্রকৃত চিত্র তুলে ধরে পাঠকের সামনে উপস্থাপন করেন তিনি ও অন্যান্য সাংবাদিকরা। রাজপথের ঘটনাপ্রবাহকে তাৎক্ষণিক ও নির্ভীকভাবে তুলে ধরার এই ভূমিকার স্বীকৃতিতেই দেওয়া হয় এ সম্মাননা।
2026-01-10