আর্কাইভ
লগইন
হোম
উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে
উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে
দ্য নিউজ ডেস্ক
জুলাই ০৩, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের মাধ্যমে ‘টাকা আয়’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
16 ঘন্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন যুদ্ধ থেকে তার দেশ এখন লাভবান হচ্ছে। এর মাধ্যমে তিনি পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে নিজের অবস্থানকে তুলনা করেছেন, যারা কোনো শর্ত ছাড়াই কিয়েভকে সামরিক সহায়তা দিয়েছিল। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, গত জুলাইয়ে তিনি যে চুক্তি স্বাক্ষর করেছেন, তাতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করছে ন্যাটো সদস্য দেশগুলোর কাছে, আর তারা তা ইউক্রেনকে সরবরাহ করছে। ট্রাম্প বলেন, আমরা আর এই যুদ্ধে খরচ করছি না। আমরা যা পাঠাচ্ছি, তার সব কিছুর মূল্য দেওয়া হচ্ছে। বাইডেনের মতো নয়, যিনি ইউক্রেনকে ৩৫০ বিলিয়ন ডলার দিয়েছিলেন। এটা ছিল অবিশ্বাস্য। তিনি আরও যোগ করেন, আসলে আমি এই যুদ্ধ থেকে আয় করতে চাই না। তবে সত্য হলো আমরা আয় করছি, কারণ ন্যাটো দেশগুলো আমাদের সরঞ্জাম কিনছে।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯১, শরণার্থী বহনকারী ট্রাকেও বোমা হামলা
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৯১, শরণার্থী বহনকারী ট্রাকেও বোমা হামলা
17 ঘন্টা আগে
গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে এক খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখল করার চেষ্টা করছে এবং সেখানকার মানুষদের জোর করে দক্ষিণের ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। ইসরায়েলি বাহিনী আবাসিক বাড়ি, আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুল, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে শহর ছাড়ার চেষ্টা করা লোকদের বহনকারী একটি ট্রাকেও বোমা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন। গতকাল শনিবার ভোরে গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে অন্তত ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আবু সালমিয়ার ভাই, ভাবি ও তাদের সন্তানরা।
সুদানে মসজিদে নামাজরত মানুষের ওপর ড্রোন হামলা, নিহত ৭৮
সুদানে মসজিদে নামাজরত মানুষের ওপর ড্রোন হামলা, নিহত ৭৮
1 দিন আগে
এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে। আহত হয়েছেন আরও ২০ জন। গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহরের দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সেখানকার ৩ লাখের বেশি বেসামরিক নাগরিক এই লড়াইয়ের ফাঁদে আটকা পড়েছে। আরএসএফ চলতি সপ্তাহে নতুন করে আল-ফাশের শহরে হামলা শুরু করেছে। শহরের বাইরে অবস্থিত বাস্তুচ্যুতদের শিবিরে ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে।