উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে আরও ৩০ হাজার সৈন্য পাঠাবে
উত্তর কোরিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আরও বেশি সৈন্য পাঠাতে যাচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের একটি গোয়েন্দা মূল্যায়ন অনুসারে, মস্কোকে সহায়তা করতে পিয়ংইয়ং অতিরিক্ত ২৫,০০০ থেকে ৩০,০০০ সেনা পাঠাতে প্রস্তুত।
মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানায়। এই সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যেই রাশিয়ায় পৌঁছাতে পারে বলে ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে।