আর্কাইভ
লগইন
হোম
রাঙামাটির সাজেকে পাহাড় ধস, আটকা পড়েছেন প্রায় ৪২৫ পর্যটক
রাঙামাটির সাজেকে পাহাড় ধস, আটকা পড়েছেন প্রায় ৪২৫ পর্যটক
দ্য নিউজ ডেস্ক
July 24, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
কোনো হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ
1 দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনো হোন্ডা-গুন্ডা রাজনীতি আর চলবে না। ১০টা হোন্ডা, ২০টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, এই দিন আমরা ০৫ আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা। কিন্তু নেতৃত্ব ব্যাপারটা ভিন্ন। হোন্ডা গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে। নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। গতকাল রোববার (০৭ সেপ্টেম্বর) এনসিপির উঠানে নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেব আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফি কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন সেটা আমাদের দরকার নেই।
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম ভারতে, ঘুরে আসতে পারেন যে কেউ
2025-08-31
অনেক মানুষের চোখে ভারতের বড় পরিচয়— অভাব-অনটন, অনাহার, বেকারত্ব আর ভিখারি। অনেকের দৃষ্টিতে এসবই ভারতের বড় পরিচয় বহন করছে। আবার কেউ কেউ ভারতকে এখনো গরিব দেশ হিসেবেই দেখে থাকেন। কিন্তু এই ভারতেই রয়েছে এমন এক গ্রাম, যা পুরো বিশ্বের কাছে এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। যার বড় অন্যতম হচ্ছে— ভারতের গুজরাটেই রয়েছে বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম মধপর। গুজরাটের কচ্ছ জেলার অন্তর্গত মধপর গ্রাম সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া একটি তথ্যানুযায়ী, এই গ্রামের প্রায় ৯২,০০০ বাসিন্দার ব্যাংকে মোট ফিক্সড ডিপোজিটের পরিমাণ ছাড়িয়েছে ৫,০০০ কোটি টাকা।
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
উদ্বোধন: টোয়াব ও মিশন গ্রিনের উদ্যোগে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ ক্যাম্পেইন
2025-08-27
ভ্রমণকে আরও দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের সবচেয়ে বড় সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এবং মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) যৌথভাবে ‘গো গ্রিন, গো বিয়ন্ড’ শীর্ষক একটি ক্যাম্পেইন উদ্বোধন করেছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস)-এর সহযোগিতায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়, যা বাংলাদেশের প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের দৃঢ় অঙ্গীকারের প্রতীক। উদ্বোধনী অনুষ্ঠানে টোয়াবের পরিচালক ও টোয়াস-এর যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম কচি, টোয়াব ও টোয়াসের সাধারণ সদস্যরাও উপস্থিত ছিলেন। উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি বিভাগে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে, যা ভ্রমণকারী ও স্থানীয় জনগণকে সবুজ পর্যটনের চর্চায় উদ্বুদ্ধ করবে।