পানি বৃদ্ধি কাপ্তাই হ্রদে, মহালছড়ির দুই শতাধিক পরিবার পানিবন্দি
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ি জেলার মহালছড়িতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে মহালছড়ি সদর ইউনিয়ন ও মুবাছড়ি ইউনিয়নের প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। গতকাল সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিলেটি পাড়া, চট্টগ্রাম পাড়া, ব্রীজ পাড়ার ঘর-বাড়ি প্লাবিত হয়েছে।