রাঙামাটির সাজেকে পাহাড় ধস, আটকা পড়েছেন প্রায় ৪২৫ পর্যটক
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ি জেলার সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেকে আটকা পড়েছেন ৪ শতাধিক পর্যটক।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারীবৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের ৩টি স্থানে পাহাড়ের মাটি ধসে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনায় সাজেকে আনুমানিক ৪২৫ জন পর্যটক আটকা পড়েছেন বলে জানা যায়। এছাড়াও সড়কে মাটি ধসের কারণে দুই পাশে বহু যানবাহন আটকা পড়েছে।